আমাদের কথা খুঁজে নিন

   

মজার একটি ধাধা: পারলে করুন দেখি -১৪

গান গাই, আর মনরে বুঝাই কি খবর? সব ভালো তো? অনেক দিন পর আরেকটা ধাধা নিয়ে হাজির হলাম মনে আছে কয়েকদিন আগে খরগোশ নিয়ে একটা ধাধা দিয়েছিলাম ? আজকের টাও ঐ খরগোশ নিয়েই তো চলুন শুরু করা যাক তিতলির খরগোশ খুবই প্রিয়। সারাটা দিন এই ৮ টা ধবধবে সাদা খরগোশ গুলো নিয়েই পরে থাকে। এগুলো আবার একেকটা একেক সাইজের, একটা ১ পাউন্ডের, আরেকটা ২ পাউন্ড, আরেকটা ৩ পাউন্ড, এরকম করে ৮ পাউন্ড পর্যন্ত। তো একদিন হলো কি, তিতলি তার এই খরগোশ গুলোকে ছোট থেকে বড় অনুযায়ী এক সারিতে বসিয়ে রাখল। তারপর যেই না একটু দুরে গেলো, পাশের বাড়ির শয়তান নাফ্ফি ছোকরাটা এসে একটা খরগোশ নিয়ে গেলো ফিরে এসে দেখেতো তিতলির খুবই মন খারাপ একবার গুনে... দুইবার গুনে... বার বার গুনে...নাহ ৭ টাই তখন ঐ শয়তান নাফ্ফিটা এসে তিতলিকে বলে, "তুমি যদি বলতে পারো আমি যে খরগোশটা নিয়েছি তার ওজন কতো, তাহলে ফেরত দিয়ে দিবো। শর্ত হচ্ছে তুমি দাড়িপাল্লা ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেনা, এমনকি বাটখারাও না এবং দাড়িপাল্লাটাও যথাসম্ভব কম ব্যবহার করতে হবে।" বেচারি তিতলি ছোটো মানুষ , আপনারা কেউ পারবেন একটু সাহায্য করতে?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.