আমাদের কথা খুঁজে নিন

   

আগাম শঙ্কা,পাপের প্রায়শ্চিত্য অবধারিত।

কথায় আছে পাপ বাপকেও ছারেনা,৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে যে রাজনৈতিক পাপ করেছে বাংলাদেশ তারই ধারাবাহিকতা বর্তমান বাংলাদেশের জরাজীর্ন রূগ্ন অবস্থা। বাংলাদেশকে জরাজীর্ন রূগ্ন বলার কি কারন যারা দেশের বাহিরে পা রেখেছেন তারা ভালো বুঝবেন। দেশকে ধংসস্তূপে পরিনত করার মুখ্য ভূমিকা পালন করেছেন অবৈধ ভাবে রাস্ট্র ক্ষমতা দখল করা সেনা নায়করা,বঙ্গবন্ধুর হত্যাকারী ফারুক রশিদরা তাদেরই লালিত, গণ মাধ্যম যা বলে। ৭৫-এর হত্যাকান্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে য়ারা জরিত তাদেরই উত্তরসুরিরা ২১ আগস্ট ঘটিয়েছে এটা দিবালোকের মত সত্য। মুজিব এবং হাছিনার মৃত্যুটাকে একই মাসে কাছাকাছি দেখতে চেয়েছিল হয়তো।

পত্রিকায় দেখলাম এ সপ্তাহে ই আসছে ২১ আগস্টের বিভিষিকাময় ঘটনার চার্জসীট। বি এন পির সিনিয়র নেতারা সাংবাদিক সম্মেলন করে বলেছে তারেক রহমানকে হয়তো এই হত্যাকান্ডে জরানো হতে পারে,আর তা হলে তারা আন্দোলনে যাবে। ২০০৪-এ বাংলাদেশের সবচেয়ে শক্তিধর মানুষ ছিল তারেক,যদি হত্যাকান্ডে সে জরিত থাকে তাহলে ব্যাক্তি তারেক তার পাপের ফল ভোগ করবে। বিক্ষোভ,আন্দোলন হরতালেতো সারা দেশের মানুষ সীমাহীন কস্ট ভোগ করে। এ নগ্ন রাজনীতি আর হাছিনা/খালেদা সহ দশের সমুদয় দূষিত রাজনীতির জাতাকলে পিস্ঠ আমরা সাধারন মানুষ।

এ থেকে পরিত্রানের উপায় ক? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।