রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী কি শোক সংবাদ আগাম প্রস্তুত রাখেন? আগাম স্বাক্ষর করে রাখেন? মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুর রাজ্জাকের লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে বাংলাদেশ সময় রাত ৯:৫০ মিনিটে। দেশ টিভি’র স্ক্রলে দেখানো হয় এই সংবাদ। অথচ রাত ৯:১৫ মিনিটে ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্কৃলে দেখানো হয় ‘আবদুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী’। একুশে টিভিতেও দায়িত্বহীন এই খবর প্রচার করা হয়। এটা কিভাবে সম্ভব? লাইফ সাপোর্ট খুলে নেয়ার ৩৫ মিনিট আগে শোক প্রকাশ করলেন কিভাবে তিনজন? তারা কী আগে থেকেই শোকপ্রকাশের চিঠিতে স্বাক্ষর করেছেন? নাকি ভুল করে তাদের শোক প্রকাশের খবর প্রচার হয়েছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।