যারা ইমোশনাল মুভি পছন্দ করেন, তাদের জন্য মাস্ট ওয়াচ মুভি। আইএমডিবি রেটিং- ৮.১ (৪৮,২১৪ ইউজার) , আমার রেটিং- ৯.৫।
মালিকের হারিয়ে যাওয়া কুকুর 'হাচি' কে রেলস্টেশনের প্ল্যাটফর্মে পায় 'পার্কার'। মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে সেদিনের মতো বাড়িতে নিয়ে যায় হাচিকে। নানাভাবে বিজ্ঞাপন করার পরও কেউ হাচি'র মালিকানা দাবি না করায় অবশেষে নিজের পরিবারের সদস্য করে নেয় পার্কার।
প্রতিদিন অফিসে যাওয়ার সময় হাচি পার্কারের সাথে রেল স্টেশনে যায়। আবার ছুটির সময় গিয়ে বসে থাকে স্টেশনের বাইরে। কিন্তু হঠাৎ একদিন সকালে হাচি যেতে চায় না। শেষ মুহুর্তে স্টেশনে পৌছলেও পার্কারকে কিছু ইঙ্গিত করে সে। কিন্তু তা বোঝার সামর্থ কারো ছিল না।
যথারীতি স্টেশনের বাইরে অপেক্ষা করে হাচি পার্কারের অফিস থেকে ফেরার আশায়। দিনের পর দিন, বছরের পর বছর। পার্কার হয়তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাচিকে জড়িয়ে ধরবে সেই আশায়।
এটা কোন বানানো গল্প নয়। সত্য ঘটনার উপর নির্মিত ছবি।
১৯২৩ সালে হাচিকোর জন্ম। টোকিও ইউনিভার্সিটির প্রফেসর ড. ইসাবুরো উইনো মারা যান ১৯২৫ সালের মে মাসে। শিবুয়া ট্রেন স্টেশনের বাইরে ঠিক একই যায়গায় হাচি অপেক্ষা করে আমৃত্যু ১৯৩৫ সালের মার্চ পর্যন্ত, প্রায় এগারো বছর। শিবুয়া স্টেশনের বাইরে এখনো আছে হাচি'র ব্রোঞ্জের মূর্তি, ঠিক যেখানে সে অপেক্ষা করতো মালিক প্রফেসরের জন্য!!
এই মুভির অনেক রিভিউ এই ব্লগে আছে। আছে অনেক ডাউনলোড লিঙ্ক।
তবে আমি ডাউনলোড করিনি, বহু আগে আমার এক চাইনিজ ফ্রেন্ড আমাকে এটি দিয়েছিল। এই ডাউনলোড লিঙ্কটি হয়তো আপনার কাজে লাগতে পারে।
যদি কারো কান্নাকাটির অভ্যাস থাকে, এই মুভি দেখে নির্দ্বিধায় কাদতে পারেন। মুভিটি দেখার পর, যদি আপনি খুব সৌভাগ্যবান কেউ না হয়ে থাকেন তাহলে আমার মতো আপনারও মনে হবে-
'একটা কুত্তার সমান ভালোবাসাও পেলাম না জীবনে
ভালোবাসতেও পারলাম না তার মতো'
মুভি নিয়ে আমার আরো কয়েকটি পোস্ট:
যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত - ১
যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত - ২
যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত - ৩
Cinema Paradiso : এক মুভিখোরের গল্প
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।