আমাদের কথা খুঁজে নিন

   

নিজেই তৈরী করুন যে কোন পোর্টেবল সফটওয়্যার

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই । পোর্টেবল Software তৈরী করার জন্য প্রথমে আপনার দুটি সফটওয়্যার দরকার হবে । সফটওয়্যার দুটি হচ্ছে Universal-Extractor এবং winrar তাহলে আসুন শুরু করি পোর্টেবল সফট্ওয়্যার এর জন্য আমি HD HEALTH নামের একটি সফট্ওয়্যার কে বেছে নিলাম । ১. প্রথমে Universal-Extractor ও Winrar সফটও্যার দুটি Install করে নিন । ২. এর পর যে সফটওয়্যারের পোর্টেবল তৈরী করতে চান সেটির উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করে UnExtract to Subdir এ ক্লিক করুন ।

৩. এ সময়ে আপনি Unextract the Appz এবং Command Prompt স্কিনে দেখতে পাবেন । ৪. এবার দেখুন আপনার সফটওয়্যারের নামেই একটি ফোল্ডার পাবেন । ৫. ফোল্ডরের ভেতরে ঢুকুন এবং ভেতরে আরও তিনটি ফোল্ডার পাবেন । ৬. এই তিনটি ফোল্ডারের মধ্যে হতে আপনি {app} নামের একটি ফোল্ডর দেখতে পাবেন । ৭. {app} ফোল্ডারেরমধ্যে ঢুকুন ।

৮. এর মধ্যে আপনি আপনার সফটওয়্যারের নামেই একটি .exe ফাইল পাবেন । ৯. .exe ফাইলটিকে রিনেইম করুন এবং তারপর কপি করুন । (অথার্ৎ নামটি শুধু কপি করুন । ) ১০. এবার পরো ফোল্ডারের ফাইলগুলোকে সিলেক্ট করুন । ১১. মাউসের রাইট বাটনে ক্লিক করে Add to Archive… এ ক্লিক করুন ।

১২. Archieving Option এর Create SFX Archieve এ টিক দিন এবং Compression Mode Best এ রাখুন। ১৩. এবার Advanced Tab এ SFX Options এ ক্লিক করুন । এবং Advanced Tab এ ক্লিক করুন । ১৪. General Tab এর Run After Extraction নিচে ফাকা ঘরে ৯ নং ধাপে কপি করা নামটি পেষ্ট করুন । ১৫. এবার Modes Tab এ যান এবংUnpack to Temporary Folder এ টিক দিয়ে Hide all সিলেক্ট করুন ।

১৬. Ok ক্লিক করে বের হয়ে আসুন । এমন সময় SFX creation Process হবে । Process শেষ হলে আপনি নিচের ছবির মত একটি Icon দেখতে পাবেন । এটি ক্লিক করলেই সরাসরি আপনার সফটওয়্যারটি রান হয়ে যাবে । আপনাদের কে আমার ডিজিটাল ভূবনে স্বগতম ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.