আমাদের কথা খুঁজে নিন

   

কমদামে ভাল ক্যামেরা কেনার প্ল্যান করছি। ফটোগ্রাফিতে অভিজ্ঞ ব্লগার ভাইদের সাহায্য ও মতামত চাই।

আউলা মাথার বাউলা পোলা। ছোটবেলা থেকেই ফটোগ্রাফি ব্যাপারটা আমাকে খুব টানে। তাই পরিচিত কারো হাতে ক্যামেরা দেখলেই আমাকে দিয়ে ছবি তোলানোর আবদার করি। এ পর্যন্ত পারিবারিক অনুষ্ঠানে আর বন্ধুদের সাথে বেশ কিছু ছবি তুলেছি কিন্তু সবই অন্যের ক্যামেরায়। আব্বু আম্মুর কাছে অনেকদিনের আবদার এবার মনে হয় সফল হতে যাচ্ছে।

যদিও বাজেট অনেক কম। মাত্র ৮০০০ টাকা। তবে সেরকম ভাল কিছু পেলে টেনেটুনে ১০০০০ পর্যন্ত হয়তবা বাড়ানো যাবে। আমি এ উপলক্ষে গত কয়েকদিন যাবত নেট এ বিশেষ করে সামুতে কিছু পোস্ট দেখলাম। সাথে সাথে ফটোগ্রাফি বিষয়ে নতুন অনেক কিছু শিখলাম।

তারপর http://www.cameras.co.uk সাইট টি ঘুরে কয়েকটা মডেল দেখে অনেক চিন্তাভাবনা করে ৪টা মডেল বাছাই করলাম। নিচে দরকারি কিছু ইনফরমেশন দিলাম। এখন অভিজ্ঞ ভাইরা প্লিজ একটু দেখে শুনে আমাকে সাজেশন দিন। ও হ্যাঁ আমি এই মডেল গুলার দাম ও জানিনা। একটু জানালে উপকৃত হব।

এগুলার বাইরে বাজেটের ভেতর আপনাদের সাজেশন গুলাও জানাবেন। আমি রাজশাহীতে থাকি। তবে ক্যামেরা কেনার ইচ্ছা ঢাকা থেকে কারন আমার মনে হয় এখানে ভালসার্ভিস পাওয়া যাবেনা। তাই ঢাকায় আপনাদের জানা বিশ্বস্ত ভাল কোন দোকানের নামও জানাতে পারেন। List is according to priority of choice: 1.Canon Powershot G12 Rating 90__Colours 9__Photo Quality 9 Megapixels: 10__Zoom: 5x__Macro: 1cm 2.Panasonic Lumix DMC LX5 Rating 91___Colours 10__Photo Quality 10 Megapixels: 10__Zoom: 3.8x__Macro: 1cm 3.Panasonic Lumix DMC FZ100 Rating 87__Colours 8__Photo Quality 9 Megapixels: 14__Zoom: 24x__Macro: 1cm 4.Panasonic Lumix DMC TZ8 Rating 85__Colours 8__Photo Quality 9 Megapixels: 12__Zoom: 12x__Macro: 3cm Common Function HD Movies: Yes Manual Controls: Yes Batteries: Lithium-ion Rechargeable Memory Cards: SD / SDHC / SDXC সবাই ভাল থাকবেন।

(বিঃ দ্রঃ এই পোস্ট এর পুর্ববর্তী পাঠক দের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই কারনে যে আমি তাড়াহুড়া করে পোস্ট লিখতে যেয়ে ভুল করে মন্তব্যের সেটিংসটা বদলে ফেলেছিলাম ফলে আপনারা মন্তব্য করতে পারছিলেন না। তখন ব্যাপারটা বুঝি নাই। ভুল ধরিয়ে দেয়ার জন্য িনদাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনাকাংখিত ভাবে কষ্ট দেয়ার জন্য আমি খুবই লজ্জিত। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।