আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজ : বুয়েট হলো পুয়েট, BUET is now PUET

স্বাধীনতার আগে বুয়েটের নাম ছিলো ইপুয়েট EPUET--East Pakistan University of Engineering and Technology । বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নাম হলো BUET --Bangladesh University of Engineering and Technology বর্তমানে সেই আদি EPUET এর শুরুতে E বাদ দিয়ে নতুন নাম করণ হচ্ছে PUET নামে, তবে এই PUET এর P দিয়ে পাকিস্তান বুঝায় না, বুঝায় অন্য কিছু। পলাশী বাজারে নতুন একাডেমিক ভবন নির্মানের পর বুয়েটের একাংশের নামও পরিবর্তন করা হয়েছে। পুরোনো অংশের নাম অপরিবর্তিতই আছে, কিন্তু পলাশীবাজারে সেই উঁচু বিল্ডিংটা নতুন নামে পরিচিত হচ্ছে। পুয়েট বা PUET-Polashi University of Engineering and Technology এইবার দেখুন পুয়েটের কিছু ছবি।

১। এইটা হলো সেই পাহাড় সমান পুয়েট বিল্ডিং। ২। বড়সড় লিফট লাগানো হয়েছে। ৩।

পুয়েটের নিচতলার কেন্টিন। ৪। পুয়েটের ছাদ। ৫। পুয়েটের ছাদ থেকে দেখা ঢাকা শহরের ছবি।

৬। ছাদ থেকে আরো ছবি দেখুন। ৭। আরো একটা। আর এটা হলো পুয়েটের ওয়েবসাইট।

কৃতজ্ঞতা : ছবিগুলো পুয়েটের ওয়েবসাইট থেকে নেওয়া বি: দ্র: পুয়েট নামে কোনো বিশ্ববিদ্যালয় নাই, এটা ফান করে বলা হয়েছে। নাম যেটাই হোক, একে খুবই ভালোবাসি। ব্লগের সবাইকে স্বাগতম, আমাদের ছায়াঘেরা গাছগাছালীতে ভরা পুরোনো বুয়েটে এবং নতুন পুয়েটে। নিদেনপক্ষে এক কাপ চা আর ২টা শিঙারা খেয়ে যাবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.