আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিওঃ পৃথিবীর সব সৌন্দর্য পূজারী আর কবিতা প্রেমীদের মুভি dead poet society

I deem them mad because they think my days have a price... মুভি রিভিও লিখতে গিয়ে যে সমস্যাটি আমাকে বরাবরই ভোগায় টা হল কিছুদিন আগে দেখা মুভির কাহিনিও আমি বেমালুম ভুলে যায়। খালি মুভিটি দেখার সময় মুভিটি ভাল না খারাপ লেগেছিল তা আমার মধ্যে অবশিষ্ট থাকে। এমনও অনেক সময় হয়েছে যে বন্ধুদের আড্ডায় কোন মুভি নিয়ে কথা হলে আমি যে শুধু কাহিনী ভুলে যায় তা নয় বরং কাহিনীটি আমার মাথায় এলোমেলো হয়ে মুভির ভিন্ন অর্থ দাড়ায়। তবে আজকে যে মুভিটি নিয়ে লেখছি এই মুভিটির কথা একেবারেই আলাদা,মুভিটাকে ভুলার প্রশ্নই আসেনা,উলটো দেখার পর মুভিটা নিয়ে কতবার ভেবেছি তা...ই মনে নেই। কবিতা নামক জিনিসটাকে কতটুকু ভালবাসা যায়??? মুভিটি দেখার পর এই চিন্তা আমাকে কুঁড়ে কুঁড়ে খেয়েছিল।

মুভিটির নাম Dead poet society। সাদামাটা এক স্কুলের কাহিনী এটা যেখানে ছাত্রদেরকে সমাজের আট দশজন রিয়ালিস্ট হিসেবে বানানো হয়,কবিতা,গান এবং পৃথিবীর সব রোমান্স আর সৌন্দর্য যাদের কাছে নেহাত ই হাস্যকর বিষয়। সারারাত পড়াশুনা করে পরের দিন পরীক্ষায় সব উগ্রে দেয়ায় যেখানে সবার কাম্য। কিন্তু পরিস্থিতি পাল্টে যেতে থাকে যখন স্কুলে নতুন ইংলিশ শিক্ষক আসল,জীবন যার কাছে ভিন্ন কোন তাৎপর্য বহন করে, পৃথিবীটা যার কাছে কবিতার মতই সুন্দর। যথারীতি একদল ছাত্র তাদের এই ক্যাপ্টেনকে আর কবিতাকে ভালবেসে ফেলল আর এভাবেই গড়ে উঠল Dead poet society।

যারা রাতের অন্ধকারে স্কুল পালাত ,চাঁদনী রাতে পাহাড়ের গুহায় বসে কবিতা গিলত। তবে সব কিছু তাদের মত করে হয়ে উঠেনি,একসময় স্কুলকরতিপক্ষ সব জেনে গেল। এদিকে আবার এই সোসাইটির এক সদস্য আত্মহত্যা করে যখন বাবা মায়ের চাপে তার জীবনের মূল চাওয়াপাওয়া গুলোই ভেস্তে যেতে থাকে। সব কিছুর কারন হিসেবে দায়ী করা হয় মিঃ কিতিং অর্থাৎ সেই ইংলিশ শিক্ষককেএবং পুরস্কার হিসেবে স্কুল থেকে বহিস্কার হতে হয় তাকে। কিন্তু ডেড পোয়েট সোসাইটি তাদের ক্যাপ্টেন কে খালি হাতে ফেরায়নি।

যে লোকটি তাদের জীবনটাকে বুজিয়েছিল একটু ভিন্নভাবে,কবিতাকে করে দিয়েছিল জীবনের সৌন্দর্য, তাকে তারা স্কুলের প্রচণ্ড বাঁধা সত্ত্বেও শেষ পর্যন্ত ক্যাপ্টেন করেই রেখেছিল। মুভিতে মিঃ কিটিং আর নেইল এই দুটি ক্যারেক্টারকে কখনো ভুলতে পারব বলে মনে হয়না। বিশেষ করে নেইল মারা যাওয়ার আগে তার মা বাবার সাথে ঝগড়ার শেষ সিনে নেইলের অভিনয় আমাকে স্তব্ধ করে রেখেছিল অনেকক্ষণ। মুভিটি এক কথায় অসাধারন। আমাদের মানুষের যা কিছু সুন্দর টা সব ই ওই কবিতা আর গানের কারনে এই কথাটি মুভিটি দেখলে আপনি বিশ্বাস করবেন আরও ভালভাবে।

ডাউনলোড লিংক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.