অনেকে এটাকে আষাঢ়ে গল্প বলে উড়িয়ে দিতে দ্বিধা করবেন না। ও শুধু পুরাণেই সম্ভব বলেই পার পেতে চাইবেন অনেকে। কেউ মনোবিজ্ঞানের ভাষায় সোজাসাপটা বলে দেবেন ওটা হ্যালুসিনেশন বৈ কিছুই নয়। বিজ্ঞানমনস্করা খুঁজবেন বৈজ্ঞানিক কোনো যুক্তি আছে কি না। তবে যার যা ইচ্ছা ভাবতে মানা নেই।
ডাইনামো নামের এক ব্রিটিশ জাদুকর সত্যি সত্যি লন্ডনের টেমস নদীতে হেঁটে দেখিয়েছেন। হেঁটে পার্লামেন্ট ভবনের দিকে চলে গেছেন। আর টেমস নদীর ওয়েস্ট মিনিস্টার ব্রীজ থেকে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছেন শত শত দর্শক। বাক হারিয়ে ফেলেছেন তারা এ দৃশ্য দেখে। এটা কীভাবে সম্ভব।
একজন মানুষ দিব্যি পানির ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। ডুবছেন না মোটেই।
ব্রাডফোর্ডে জন্ম নেয়া ২৮ বছর বয়সী ওই জাদুকরের প্রকৃত নাম স্টেভ ফ্রেইন। লন্ডনের একটি টিভিতে ডাইনামো:ম্যাজিসিয়ান ইম্পসিবল নামক টিভি শো'র জন্য তার পানিতে হাঁটার দৃশ্য ভিডিও করা হয়। ওই টিভি শো'তে ডাইনামো এছাড়াও মোবাইল ফোনকে কাঁচের বিয়ারের বোতল, কাগজের প্রজাপতিকে জীবন্ত এবং তুষারকে হীরকে রূপান্তর করার মতো বিস্ময়কর কিছু জাদু দেখাবেন।
অস্ট্রেলিয়ান গায়ক নাটালিয়ে ব্রুগলিয়ে ও বঙ্ার ডেভিড হেই অতিথি হিসেবে শো'তে উপস্থিত থেকে তার এসব জাদু দেখবেন। আসছে ৭ জুলাই তার এ শো টিভিতে প্রচার করা হবে।
ডাইনামোর টেমস নদীতে হাঁটার ছবিকে অনেকে কৃত্রিমভাবে তৈরি করা মন্তব্য করলে তার মুখপাত্র তা উড়িয়ে দেন। তিনি, বলেন ওই ছবি মোটেই ভুয়া নয়।
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।