আমি থাকি আরোব আমিরাতের আল আইন শহরে। আমি এখানে আছি বিগতো পাঁচ বছর। আমার কাজের সুত্রে অনেক দেশের মানুষের সাথে উঠা বসা করতে হয়। তন্মদ্ধে -মিসর,চুদান,ভারত,পাকিস্তান,শ্রীলংকা,সুরিয়াএবং বাংগালি। আমি এদেশে শুধু এই একটি জাতিকেই দেখেছি।
যারা নিজেদের খতি নিজেরা করে। এপর্যন্ত আমি দেখি নাই। উপরের উল্যেক্ষিৎ কোন দেশের মানুষ নিজেরা নিজেদের ভিতর মারামারি করেছে। এক জন অন্য জনের টাকা মেরেদিয়েছে। শুধু মাত্র বাংগালি ছারা।
এরা আমার জাতি ভাই বলতে লজ্জা হয়। যত ধরনের ঘৃনিতো কাজ আছে সব এরা করে থাকে। তবে বলেরাখা উচিৎ সবাই না। তবে যত ধরনের অপরাদ এখানে হয় তার বেশির ভাগ সংগঠত হয় বাংলাদেশি দের হাতে। যার লান্চোনা আমাদের মত সাধারন বাংগালিদেরও বইতে হয়।
যখন বাংগালি বলে গালি দেয়। (এর কারন কি?ও এর সমাধান কি হতে পারে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।