আমাদের কথা খুঁজে নিন

   

বলগার ত আমিও বুজিনা। তয় হুজুরে কইসে এইডা নাকি নাস্তিক। শাহাবাগে পাওন যায়।

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা ভাইজান কি ঢাহা শহরে নতুন আইছেন ? => জে ভাইজান, আইজকাই আইলাম। চাকরি খুঁজবার আইছেন ? => জে না। চিড়িয়াখানা দেখবার আইছেন ? => জে না। ও বুজসি .....বাড়ি থেইক্কা পালাইআ আইসেন তইলে !!!! => ধুর মিয়া, বাড়ি থেইক্কা পালামু কোন দুঃখে। তয় ক্যান আইসেন.....একটু কিলিয়ার করেন দেহি।

=> বলগারগো পাসি চাইবার আইচি........হেফাজতী হুজুর আইবার কইসে। থাকন খাওন নাকি ফিরি। আহন যাওনের ভাড়াও দিয়া দিসে। সরকার মতিঝিল ছাইরা দিসে আমাগো লাইগা। এরশাদ কাগু কইসে পানি দিয়া ভাসাইয়া দিব।

খালেদা ম্যাডাম বিরানির আশ্বাস দিছে। ইসলামের বাঁচন মরনের লড়াই। না আইসা কি পারি কন ? বাহ!!! ভালোতো........তয় বলগার জিনিসডা কি হেইডা তো বুজলাম না । => হেইডা ত আমিও বুজিনা। তয় হুজুরে কইসে এইডা নাকি নাস্তিক।

শাহাবাগে পাওন যায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.