আমাদের কথা খুঁজে নিন

   

খেলাডা আমি একলাই খেলতে চাই !!!

এদেশের মানুষের ভাগ্য নিয়া বহুত খেইল হইছে। দীর্ঘ দিন ধইরা সেই খেইলের সাথে আমিও জড়িত। মাঝে মাঝে খেলোযাড় বদল হইছে। খেলার নাম, ধরন আর পুরস্কারের টাকা বদলাইছে। মাগার আমি আছি বহাল তবিয়তে।

ভগবানের ইচ্ছা আর আপনাগো দশের দোয়ায় এইবার আমার অবস্থা ব্যাফক ভাল। আমার সহ-খেলোয়াড়রা মাশাল্লা দারুণ খেলতাছে। খেলার মাঠ আমার অনুকূলে। তাই ঠিক করছি আপনাগো ভাগ্য নিয়া আর কাউরে খেলতে দিমুনা। এখন থেকে খেলাডা আমি একলাই খেলুম।

আমার খেলোযাড়রা দুই দলে ভাগ হইয়া খেলব। আমি থাকব দুই দলেরই অবিসংবাদিত বিধাতৃমাতুল। আমার ইচ্ছায় আপনাগো ভাগ্য সুপ্রসন্ন হইব আবার আমার ইচ্ছায়ই আপনাগো ভাগ্যের লালবাত্তি জ্বলব। সুতরাং আহম্মক পদলেহী বাঙ্গালীকূল ! এখন থেইকা অন্য সব দলের উপর থেইক্যা সমর্থন প্রত্যাহার কইরা আমার দলরে সমর্থন দাও। নাইলে কিন্তু খবর আছে।

আমার বিরোধী এক দুর্মুখরে আর তার সন্তানগুলারে কিরাম চিপায় ফালাইছি তা যারা দেখছে তাগো তো বুঝা উচিত আমার প্যাদানি কাহাকে বলে এবং উহা কত প্রকার !শুধু তাই না মানুষের ধর্মনুভূতি নিয়া ব্যভসা যারা করে হেগোরে কি বাঁশডলাডা যে দিলাম তা আর কেমনে কই। আমি আর কথা বাড়াইতে চাইনা। তাইলে আপনারা কইবেন আরেক জনরে টাকা বা অন্য কিছু দিয়া এইডা লেখাইছি। আজ এইখানেই বিদায় নিতাছি। মনে রাখবেন, মাঠটা আমার- খেলাডা আমি একলাই খেলুম।

আর কাউরে খেলতে দিমুনা আমার মাঠে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।