আপনি কি কোনো পর্নো সাইটের সদস্য? তাহলে এখনি সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। না হলে কোনো একদিন দেখবেন আপনার নাম, পরিচয় সবার সামনে এসে গেছে। তখন অবস্থাটা কী হতে পারে একবার ভেবে দেখুন! হ্যাঁ। এমন ঘটনা এরই মধ্যে ঘটে গেছে। ‘লুলজসেক’ নামের একটি হ্যাকিং গ্রুপ সমপ্রতি বিভিন্ন পর্নো সাইটের হাজার হাজার সদস্যের নাম প্রকাশ করেছে।
তারা এতটাই শক্তিশালী যে, বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা অ্যামেরিকার সিআইএ-র ওয়েবসাইটেও হামলা চালিয়েছে লুলজসেক। ফলে গত সপ্তাহে একদিন দুই ঘণ্টার জন্য এই ওয়েবসাইটের গতি ধীর হয়ে গিয়েছিল। এছাড়া অনেক ব্যবহারকারী কোনো ব্যাপারে জানতে চাইলেও তাত্ক্ষণিকভাবে উত্তর দেয়া সম্ভব হচ্ছিল না। মার্কিন সিনেট ও সনি কোম্পানির ওয়েবসাইটও সম্প্রতি হ্যাক করে লুলজসেক। এসব কারণে এই হ্যাকিং গ্রুপের সদস্যদের খুঁজছিল ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী।
গত সপ্তাহে এ দলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্রিটেনে। তার নাম রায়ান ক্লেয়ারি, বয়স মাত্র ১৯। ক্লেয়ার গ্রেপ্তার হওয়ার পর লুলজসেক বলছে তারা শুধু আনন্দ করার জন্যই হ্যাক করে থাকে। তবে অনলাইনে ব্যক্তিগত তথ্য দেয়া যে নিরাপদ নয়, সেটাও তারা মানুষকে জানাতে চায়। সম্প্রতি আরেকটি নামকরা হ্যাকিং গ্রুুপ অ্যানোনিমাস-র সঙ্গে জোট বেঁধেছে লুলজসেক।
তাদের আশা, এবার তারা সরকারি ওয়েবসাইট থেকে তথ্য বের করতে পারবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।