আমাদের কথা খুঁজে নিন

   

মাইকেল জ্যাকসন কে নিয়ে বিবেক ও তৌসিফ আহমেদ এর গান

তরুন গীতিকার,সুরকার ও সঙ্গীতশিল্পী বিবেক মাইকেল জ্যাকসন কে নিয়ে একটি গান করেছেন।এ ব্যাপারে বিবেক বলেন,"সঙ্গীত জগতে আসার ক্ষেত্রে আমি যাঁদের দ্বারা অনুপ্রানিত,মাইকেল জ্যাকসন তাঁদের মধ্যে অন্যতম।২৫ জুন তাঁর মৃত্যুবার্ষিকীকে স্মরন করে আমি গানটি করেছি।আশা করি সবার ভালো লাগবে" ((গানটি নিয়ে বৈশাখী টিভিতে দেওয়া সাক্ষাতকার) গানটির বিস্তারিত তথ্য: শিরোনাম:Where is the Angel শিল্পী:বিবেক ও তৌসিফ আহমেদ গীতিকার,সুরকার ও সঙ্গীতায়োজন:বিবেক বিশেষ কৃতজ্ঞতা:জুয়েল মোর্শেদ (জ্যু) গানটির কথা: where is the angel he taught us to start with the man in the mirror to make a change he sang the earth song to save the world and make a new heaven.. oh! where are you micheal?where have you gone? oh!where is the angel?where the angel has gone? he told us to heal the world and make a better place he taught us to love the all and the entire human race oh! where are you micheal?where have you gone? oh!where is the angel?where the angel has gone? গানের লিন্ক বিবেক ফ্যান পেইজ আসুন আমরা গানে গানে মাইকেল জ্যাকসন কে স্মরন করি।ধন্যবাদ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।