আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজারকে ‘ফটকাবাজি’ বলে দায় এড়ানো যাবে না: মতিয়া

আসুন, দেখুন, ভালবাসুন। সূত্র: প্রথম আলো তারিখ: ২৩-০৬-২০১১ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, পুঁজিবাজারকে ‘ফটকাবাজি’ বলে সরকারের দায় এড়ানো যাবে না। যে দেশে দুর্ঘটনায় লোক মারা গেলে সরকারকে দোষ দেওয়া হয়, সেখানে শেয়ারবাজারের দায় থেকে সরকার বের হতে পারবে না। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী এ কথা বলেন। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন।

সরকারের সার্বিক পদক্ষেপ তুলে ধরে কৃষিমন্ত্রী জানান, গত বাজেটে সঞ্চয়পত্রের সুদের হারই কমানো হয়নি, বাড়ানো হয়েছে কর। ১০ শতাংশ উৎসে কর কর্তন করা হয়। এর পেছনে কী উদ্দেশ্য ছিল? মন্ত্রী বলেন, ‘সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কারণে মধ্য আয়ের লোকজন, সঞ্চয়কর্মীরা শেয়ারবাজারে ছুটে যান। এর সুযোগ নিয়েছে মামু, খালু, ফালু ও আংকেলরা। ’ অর্থমন্ত্রীকে উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আমি কিছু বাস্তব সত্য কথা বলব, অর্থমন্ত্রীর খারাপ লাগতে পারে, খুব প্রীত হতে পারবেন না।

সরকারের এত সাফল্যের মধ্যে কালো দাগ দুটি—সঞ্চয়পত্র ও শেয়ারবাজারের সমস্যা। মামু, খালু, ফালু ও আংকেলদের এ ক্ষেত্রে জাতীয় ঐকমত্যে সমস্যা হয় না। শেয়ারবাজারকে ফটকাবাজি বলে বেরিয়ে আসতে পারবেন না। ’ কৃষিমন্ত্রী আরও বলেন, শেয়ারবাজারের উন্নতির জন্য অর্থমন্ত্রী কিছু পদক্ষেপ নিয়েছেন, তদন্ত চলছে—তা যেন অব্যাহত থাকে। সাম্প্রতিক গ্যাস অনুসন্ধান চুক্তির যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী জানান, জাতীয় স্বার্থে এ চুক্তি করা হয়েছে।

চুক্তি অনুযায়ী তারা বাংলাদেশকে গ্যাস বিক্রি করতে বাধ্য থাকবে। সরকারের এবারের যাত্রা সহজ নয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা মানুষের মুক্তির জন্য লড়ে যাচ্ছেন। খেয়ার হাল ধরে এগোচ্ছেন প্রধানমন্ত্রী। অন্ধকার শেষে আলোর দিকে যাচ্ছি আমরা। ’ এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক শুরু হয়।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।