উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা মোবাইল ফোনে কিভাবে বাংলা ওয়েব সাইট পড়বেন?
জনাব আব্দুল্লাহিল হাদীর এই সাইট এর অনুকরনে
ওপেরা মিনিতে এটি সহজে কাজ করে। আমার ছিল নোকিয়া ই৭১। ওটাতে সামু কাজ করেছে। অন্য বাংলা পত্রিকা চেষ্টা করছি।
প্রথমত "ওপেরা মিনি" আপনার মোবাইলে না থাকলে http://www.opera.com/mini/ কিংবা mini.opera.com ডাউনলোডক করুন এবং স্থাপন করুন।
তারপর স্থাপনকৃত ওপেরা মিনি চালু" করুন।
ওপেরা মিনি চালু অবস্থায় বাম কোন এ "মেনু" পাবেন, ওটা চয়ন করুন। ওটাস চয়নিত হলে পাবেন "সেটিংস" -- সেটাও চয়ন করুন। এই পর্দায় পাবেন "ফন্ট সাইজ" এবং ওটা থাকবে "মিডিয়াম" এ। এই জায়গাতে গিয়ে "ফন্ট সাইজ" "লার্জ" চয়ন করুন।
এরপর নিচে গিয়ে বামে "সেভ" অপশান পাবেন, এটা চয়ন করুন সংরক্ষন এর জন্য।
(ইংরেজিতে Menu > Tools > Settings এ যান এবং Font size এ Large নির্বাচন করুন এবং Mobile view নির্বাচন করে সেভ করুন। )
এবার ব্রাউজারের এ্যড্রেস বার এ যান। এখানে www মুছে লিখুন opera:config এবং "এন্টার" বোতামটি চাপুন।
একটা নতুন পর্দাস আসবে।
সেখানে নিচের দিকে যান (সমভবত শেষ অপশান)সেখানে : "User bitmap fonts for complex scripts" । এই "No" দেখা যাবে। এটা পরিবর্তন করে "Yes"চয়ন করুন।
এরপর save করার পালা যেটা বাম কোনে নিচে পাবেন। ওটা চেপে সংরক্ষন করুন।
এভাবে ইউনিকোড ফন্ট দিয়ে লেখা যে কোন পত্রিকা বা ওয়েবসাইট বাংলায় পড়া যাবে।
"যুগান্তর" পড়তে পারিনি। "বিডিনিউজ২৪" ওপেরা ১১তে পড়া যায়নি। অন্যান্য বাংলা সাইটে সাফল্য পেলে বাটতে ভুলবেন না।
উপকারে আসলে ধন্যবাদ জনাব আব্দুল্লাহিল হাদীকে জানাবেন।
ওনার ওয়েব সাইট থেকে শেয়ার করলাম।
ওপেরা মোবাইল এ এ ধরনের কোন চয়ন নেই। সম্ভবত ওপেরা ৪ বা ৪.১ এ হয়তো এটি কাজ করে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।