আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরার ব্যাটারি নিয়ে হেল্প চাই

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/603079_4872996777339_462390195_n.jpg আমি খুবই অলস এবং বলতে পারেন খুব স্বার্থপর একজন ব্লগার। খালি ব্লগ পড়তে ভাল লাগে, লিখতে ভাল লাগে না। তাইতো খুব একটা সমস্যায় না পড়লে ব্লগ লিখিও না। আজ যেহেতু লিখতে বসেছি সেহেতু বুঝতেই পাড়ছেন ঝামেলায় পরেছি। আমার একটা পয়েন্ট & শুট ক্যামেরা(Sony CyberShot DSC-W50) আছে।

ব্যাটারী গতকাল রাতেও ফুল চার্জ ছিল। আজকে সকালে এক জায়গায় গেছি। সেখানে ছবি তুলতে গিয়ে দেখি ক্যামেরা অন হয় না। মেজাজটা পুরা পিলা হয়া গেল। মনে করলাম কোন কারনে চার্জ হাওয়া হয়ে গেছে।

বাসায় এসে chargerএ ব্যাটারী ঢুকাইলাম। সুইচ অন কইরা দেখি chargerএর লাইট খুব দ্রুত ব্লিঙ্ক করতেছে। সুইচ অফ কইরা আবার অন করলাম একই অবস্থা। এরপর ব্যাটারীর টার্মিনাল গুলা মুইছা আবার লাগাইলাম একই অবস্থা( chargerএর লাইট খুব দ্রুত ব্লিঙ্ক করতেছে)। এবং ব্যটারী ঢুকাইলে ক্যামেরা অন হয় না।

কি করুম প্লিসসসসসস এক্টু হেল্প করেন কেউ। আর ব্যটারী কিনতে হইলে দাম কত?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।