মানুষ হিসেবে মাথা উচুঁ করে থাকতে চাই। মিজানুর রহমান জুয়েল
ভিডিও ক্যামেরা যারা ব্যবহার করেন তাদের ভাল একটি দৃশ্য শট নেবার পূর্বে শটের বিভিন্ন কারুকাজ বা ধরণ জানা থাকা একান্ত অপরিহার্য।
অবস্থানগত দিক থেকে ভিডিও ক্যামেরায় প্রধানত ৩ ধরণের শট নেয়া হয়।
১। স্ট্যাটিক শট বা ক্যামেরা স্থির রেখে নেয়া শট।
ক। লং শঠ
খ। ফুল শট
গ। মিডিয়াম শট
ঘ। ক্লোজ শট
ঙ।
ক্লোজ আপ শট
চ। বিগ ক্লোজ আপ শট
ছ। ম্যাক্রো শট।
২। মুভিং শট বা ক্যামেরা স্থানান্তর করে নেয়া শট।
ক। জুমিং শট
খ। টিল্ট শট
গ। প্যানিং শট
ঘ। ডলি শট
ঙ।
ওয়াকিং শট
চ। ক্রেন শট।
৩। কম্পোজিশন শট বা প্রতিটি শট বিভিন্নভাবে কম্পোজ করা।
ক।
থ্রি কোয়ার্টার শট
খ। রিভার্স শট
গ। টু শট।
এগুলো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই জানানো যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।