আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচতারা হোটেল হবে মহাকাশে

পর্যটকদের জন্য এবার মহাকাশে পাঁচতারা হোটেল খোলার কথা ভাবা হচ্ছে। নতুন প্রজন্মের মহাকাশ স্টেশনে চারটি বড় জানালাযুক্ত কক্ষের এই হোটেলে একসঙ্গে ৭ জন পর্যটক বসতে পারবেন। তারা শুধু মহাকাশের দৃশ্য দেখাই নয়, বরং বৈজ্ঞানিক পরীক্ষায়ও অংশ নিতে পারবেন। হোটেল ভাড়া করতে পারবেন যে কেউ। ব্যবসায়িক উদ্দেশ্যে এই হোটেল নির্মাণ ও তার পরিষেবার ব্যবস্থা করবে রাশিয়ার ‘কক্ষপথের প্রযুক্তি’ নামের একটি প্রতিষ্ঠান।

গত ৪০ বছর ধরে বহু জটিল মহাকাশযন্ত্র নির্মাণের অভিজ্ঞতা রয়েছে তাদের। প্রতিষ্ঠানের প্রধান সের্গেই কোস্তেঙ্কো বলেছেন, আমরা আশা করছি এই মহাকাশ স্টেশন শুধু মহাকাশের পর্যটকদের জন্য হোটেল হিসেবেই কাজ করবে না, বৈজ্ঞানিক গবেষণায়ও অংশ নিতে পারবে। তাছাড়া ভবিষ্যতের আন্তঃগ্রহ অভিযানের জন্য এই স্টেশনকে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য একটি ত্রাণকেন্দ্র হতে পারে বলেও মনে করা হচ্ছে। স্টেশন তৈরি করতে প্রায় ৩ বছর লাগবে।

২০১৫-১৬ সাল নাগাদ হোটেলটিতে মানুষ পাঠানো শুরু হতে পাবে। মহাকাশ হোটেলটি হয়তো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছের কক্ষপথে পৃথিবীকে চক্কর দেবে। প্রয়োজনে দুই স্টেশন একে অপরের জন্য ত্রাণকেন্দ্র হতে পারবে। কক্ষপথের প্রযুক্তি কোম্পানি বেশকিছু গ্রাহকের সঙ্গে এরই মধ্যে চুক্তি করেছে। এসব গ্রাহক শিল্প ও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত।

মহাকাশে চিকিত্সাবিজ্ঞান নিয়ে অনুসন্ধান, প্রোটিন থেকে ক্রিস্টাল তৈরির সম্ভাবনা, ধাতু নিয়ে কাজ করা, মানচিত্র তৈরি ও বিশ্বকে দূর থেকে লক্ষ্য করার ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে। মহাকাশ হোটেলে সামান্য বিশ্রাম নিয়ে চাঁদের কাছে পর্যটন করার সুযোগ তৈরি হতে পারে।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।