আমাদের কথা খুঁজে নিন

   

ইস্কাটনে দিনেদুপুরে ডাকাতি : ৩শ’ ভরি স্বর্ণালঙ্কারসহ ২ কোটি টাকার মাল লুট

রাজধানীর বাংলামোটরসংলগ্ন নিউ ইস্কাটনে ‘ইস্টার্ন টাওয়ারে’ এক গার্মেন্ট ব্যবসায়ীর ফ্ল্যাটে গতকাল দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতরা ফ্ল্যাটের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনশ’ ভরি স্বর্ণালঙ্কার, গুলিভর্তি একটি লাইসেন্সকৃত পিস্তলসহ প্রায় দু’কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় গার্মেন্ট মালিক একরামুল কদর বাবলু বাসায় ছিলেন না। এ ঘটনায় পুলিশ ফ্ল্যাটের চার সিকিউরিটি গার্ড, তিন পরিচারিকাসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জানা যায়, বাংলামোটরসংলগ্ন ২০, নিউ ইস্কাটন রোডের ইস্টার্ন টাওয়ারে পাঁচতলার ফ্ল্যাটের মালিক একরামুল কদর বাবলু।

তিনি মিরপুরে রুমা ফ্যাশন গার্মেন্টের মালিক। তার বাবা যশোর-১ আসনের বিএনপিদলীয় সাবেক এমপি আলী কদর। ঘটনার সময় গার্মেন্ট মালিক একরামুল কদর বাবলু ছিলেন অফিসে। মেয়ে, ভায়রা, তার ছেলে এবং দু’জন গৃহপরিচারিকা বাসায় ছিলেন। তার স্ত্রীও ছিলেন বাইরে।

রমনা জোনের এসি সালমা সৈয়দ পলি জানান, বেলা দেড়টায় এক পরিচারিকা ঘরের কিছু মালামাল কেনার জন্য ফ্ল্যাটের দরজা খোলা রেখে বাইরে যায়। এ সময় দ্রুত ৫-৬ জন সশস্ত্র ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে লোকজনকে জিম্মি করে ফেলে। তারা ঘরে থাকা ব্যবসায়ীর মেয়েসহ অন্যদের হাত বেঁধে দুটি পৃথক কক্ষে আটকে রাখে। অস্ত্রের ভয় দেখিয়ে তাদের শব্দ না করতে বলা হয়। এরপর তারা ভারী অস্ত্র দিয়ে বিভিন্ন কক্ষে থাকা ৩টি আলমারি ভেঙে প্রায় ৩শ’ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।

ডাকাতরা আলমারির তালা ভেঙে গার্মেন্ট ব্যবসায়ীর লাইসেন্স করা পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর ঘরের লোকজনের চিত্কারে পাশের ফ্ল্যাটের লোকজন এসে তাদের উদ্ধার করেন। ডাকাতির খবর পেয়ে র্যাব, পুলিশ ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। নিজ ফ্ল্যাটে ডাকাতির খবর পেয়ে ছুটে আসেন একরামুল কদর বাবলু। তিনশ’ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় দু’কোটি টাকার সম্পদ লুটের ঘটনায় হতবাক হয়ে পড়েন তিনি।

গার্মেন্ট ব্যবসায়ী বাবলু বলেন, এটি কোনো শত্রুতা নাকি অন্য কিছু তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তিনি বলেন, স্ত্রী ও সন্তানদের ব্যবহার করা স্বর্ণালঙ্কার বাসার আলমারিতে রাখা ছিল। তিনি বলেন, এ ঘটনায় কারও ইন্ধন থাকতে পারে। রমনা জোনের ডিসি কৃষ্ণপদ রায় জানান, ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকায় তল্লাশি শুরু করেছে। তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় ইস্কাটন এলাকার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘটনার পর থেকেই বাংলামোটর-ইস্কাটনসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। রাস্তায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন তল্লাশি শুরু করে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। রমনা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কামরাঙ্গীরচরে ডাকাতি ২০ লাখ টাকার মাল লুট রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় শনিবার রাতে ব্যবসায়ী আকবর আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

সশস্ত্র ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লাখ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ জানায়, ভোররাত সাড়ে ৩টায় ৫-৬ জন সশস্ত্র ডাকাত কামরাঙ্গীরচরের নয়াগাঁও ২ নম্বর গলিতে আকবর আলীর একতলা বাড়ির জালানার গ্রিল কেটে প্রবেশ করে। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে একটি কক্ষে আটকে রেখে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আকবর আলী বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেছেন। ref;-DAILY AMARDESH ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।