উইলিয়াম ও কেইট মিডলটনের সোমবার জন্ম নেয়া প্রথম সন্তানকে দেখতে মঙ্গলবার হাসপাতালে যান সিংহাসনের প্রথম উত্তরাধিকার চার্লস, সঙ্গে ছিলেন স্ত্রী ক্যামিলা।
উইলয়ামের মা প্রিন্সেস অব ওয়েলস ডায়নার সঙ্গে বিচ্ছেদের পর চার্লস বান্ধবী ক্যামিলাকে বিয়ে করে। বিচ্ছেদের দুই বছরের মাথায় ১৯৯৭ সালে ফ্রান্সে এক সড়ক দুর্ঘটনায় মারা যান ডায়ানা।
সদ্য বাবা হওয়া ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকার উইলিয়াম ও তার একমাত্র ভাই হ্যারি ডায়নারই সন্তান।
চার্লস হাসপাতালে যাওয়ার দুইঘণ্টা আগেই উইলিয়াম-কেইট দম্পতির ঘরে আসা নতুন যুবরাজকে দেখতে যান নানা মাইকেল মিডলটন ও নানী ক্যারেল।
নাতি দেখতে কেমন হয়েছে- জানতে চাইলে ক্যারেল এক কথায় বলেন, “অপরূপ। ”
চার্লস ও ক্যামিলা দেখে আসার কিছুক্ষণের মধ্যেই ক্ষুদে যুবরাজ আসেন সবার সামনে, মা কেইটের কোলে চড়ে, সঙ্গী ছিলেন বাবা উইলিয়াম।
নতুন যুবরাজকে নিয়ে দেশজুড়ে উচ্ছ্বাসের মধ্যে সেইন্ট মেরি হাসপাতালে সাংবাদিকদের সামনে এসে সদ্য বাবা-মা হওয়া দুজনই জানান তাদের অনুভূতির কথা।
হাস্যোজ্জ্বল কেইট বলেন, “এটি একটি বিশেষ মুহূর্ত। এটা যে কী, তা একমাত্র মা হলেই বোঝা যায়।
”
গর্বিত বাবা উইলিয়াম বলেন, “তার সুন্দর একটি নাম এখনো আমরা খুঁজছি। আশা করি, শিগগরিই পেয়ে যাব। ”
সাংবাদিকদের সঙ্গে কথা বলে সন্তানকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে যান উইলিয়াম ও কেইট।
লোকারণ্যে পরিণত হওয়া ওই হাসপাতাল প্রাঙ্গণে দাঁড়িয়ে সাংবাদিকসহ সবাই কিছুক্ষণ পর দেখলেন, হাসপাতাল থেকে আবার বেরিয়ে আসছেন তারা। এরপর গাড়িতে স্ত্রী ও ছেলেকে বসিয়ে নিজেই তা নিজের প্রাসাদ কেনিংসটনে রওনা হলেন ডায়নাতনয় উইলিয়াম।
প্রথা অনুযায়ী, যুবরাজের নাম আসবে রাজপরিবার থেকেই।
নতুন যুবরাজ যখন বাড়ি গেলেন, তখনো সে ভাসছে বিশ্বজুড়ে অভিনন্দনবার্তায়। প্রতিমিনিটে ২৫ হাজারেরও বেশি টুইটে রাজ পরিবারের নতুন সদস্যের জন্য অভিনন্দন বার্তা আসছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী - সবাই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন উইলিয়াম এবং কেইটকে।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রাজদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দারুণ মুহূর্ত।
তাদের জন্য খুশি গোটা দেশ। ”
নবজাতকের শুভ কামনা করে অভিনন্দন বার্তা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড এবং কেন্টারবারির আর্চবিশপও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।