দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
প্রয়াত প্রিন্সেস ডায়ানার নিজের হাতে বানানো একটি ভ্যালেন্টাইন’স কার্ড নিলামে তোলা হচ্ছে। ১৯৮৯ সালে প্রিন্স চার্লসের ব্যক্তিগত সহকারী জর্জ স্মিথকে ডায়ানা এ ভ্যালেন্টাইন’স কার্ড দেন। লম্বায় ১৮ সেন্টিমিটার এবং প্রস্থে ১৩ সেন্টিমিটার আকৃতির গোলাপি রঙের কার্ডটিতে রয়েছে অনেক লাভ সাইনের ওপর একটি সাদা পোশাক পরা ভালুকের ছবি আর ডায়ানার নিজ হাতে লেখা শুভেচ্ছা বার্তা। অপর পৃষ্ঠায় রয়েছে ডায়ানার স্বাক্ষর। কার্ডটি নিছকই সৌজন্যবশত দেওয়া হয়েছিল।
এটি প্রণয়ের কোনো প্রমাণ বহন করে না। এতদিন জর্জ স্মিথের পরিবারের লোকজন কার্ডটি সম্মানের সঙ্গে সংরক্ষণ করলেও সম্প্রতি তারা কার্ডটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দাতব্য কাজে ব্যয় করা হবে। আশা করা হচ্ছে কমপক্ষে আট হাজার পাউন্ড দাম উঠবে কার্ডটির। কার্ডটিতে লেখা আছে, ‘হে ভ্যালেন্টাইন! নট মেনি ম্যান রিসিভ এ ভ্যালেন্টাইন’স কার্ড ফ্রম প্রিন্সেস ডায়ানা।
’
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।