আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা আমাদের ভবিষ্যাত প্রজন্মের সাথে ইনসাফ করি।

যতোই জেনেছি ততোই বুঝেছি জানবার আছে বাকি। যতোই বুঝাতে চেয়েছি, অবুঝ তুমি, বুঝিনি ব্যাপারটা কি !! বি: দ্র: ... এই লেখাটা নতুন ব্লগার সিম্পলম্যানের লেখা। তার লেখার হাত আমার কাছে ভালোই লাগলো, তাছাড়া তার লেখা পড়ে চমকিত হলাম,উনি যেভাবে আমাদের চোখে আংগুল দিয়ে একটি বাস্তবতা দেখিয়ে দিয়েছেন তা প্রসংসার দাবিদার। ইনি বেক্তিগতভাবে আমার পরিচিত জন। আমি সামুর মডারেটরের দৃষ্টি আকর্ষন করে বলতে চাচ্ছি তাকে যত দ্রুত সম্ভব সেফ করা হোক।

মুল লেখাটি এখানে এখানে মূল লেখকের লেখা এই লেখায় কোন কমেন্ট গ্রহন করা হবেনা। কমেন্ট করতে চাইলে মূল লেখাটিতে করুন নিজের দেশকে অনেক ভালোবাসি,বড় আপন মনে হয় এর চারপাশ। এই হঠাৎ রোদেলা দুপুরে আবার এক পশলা বৃষ্টি, সুন্দর আবহাওয়া চারদিকে। (সংক্ষিপ্ত) এমন অনেক দেশই আছে যেখানের জনগন এই মনোরম আবহাওয়ার কথা কল্পনাও করতে পারে না। বলতে গেলে এখানের সবই ভালো আম জনতা থেকে শুরু করে,নদী-নালা, খাল-বিল, জঙ্গল,পাহাড়-পর্বত ইত্ত্যাদি সব মন ভোলানো।

শুধু দুঃখ এক জায়গাতে আর সেটা হল এ দেশের আইন-সৃংখলা বড় উসৃংখল। কথাটা মনের দুঃখ থেকেই বলা। আমাদের অনেক কিছুই ছিল। অনেক সম্পদ ছিল ও আছে এ দেশমাতার কাছে। শুধু কিছু অকৃতজ্ঞ মানুষের কারনে আমরা পুরো জাতি আজ লজ্জিত।

আজ যদি আইন তার দায়িত্ব ঠিকভাবে পালন করতো ,যদি অপরাধীদের সাঁজা হত তবে আম মানুষ অনেক ভালো থাকতো। আসল কথা থেকে মনে হয় অনেক দূরে চলে যাচ্ছি, আসল কথাটা হল, দেশের বর্তমান সরকার সম্প্রতি বললেন তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা আদালত থেকে বাতিল করা হয়েছে, আর আরেক দল তার প্রতিবাদে হরতালের ঘোষনা দিয়েছে, হায়রে আমার দেশপ্রমী নেতারে, আপনারা যা -তাই রয়ে গেলেন,জাতির বড় দূরভাগ্য যে তারা আপনাদেরকে আজও মানুষ বানাতে পারলোনা। কাল দেখবেল আজকের দিনে যাদের রাজাকার বলে বেড়াচ্ছেন তাদের মুক্তযোদ্ধা বলতে হবে,মেডেলও দেওয়া হবে। আজ যিনি খলনায়ক কাল দিব্বি নায়ক বনে যাবে। আজকের চাঁদাবাজ-মাস্তান কাল এম.পি-মিনিস্টার আরও কত কি হবে,শুধু এই দেশেরই কিছু হবে না।

আজ যারা লুটে নিচ্ছে এই দেশটা কালও টারা লুটে নিবে,কেউ কিছু বলার নেই , বলবে কার কাছে,যার কাছে বলবে সেইতো ঐ সয়তানদের পালা কুকুর। অন্যায় আর অন্যায়ে দেশটার যে কি হাল হয়েছে তা যদি কোন সত্যিকার কোনও দেশমায়ের সন্তান দেখতো তাহলে হ্যতো পাগল না হয় হার্টফেল করে মরতো। এই যে দেশ দরদিরা , আপনারা আমাদের মাফ করতে পারেন না,পারেননা ছেড়ে-ছুড়ে দিতে। আর কত ক্ষমতা থেকে দেশটার বারোটা বাজাবেন, পারলেননা তো কিছু করতে খালি লম্বা লম্বা ভাষন আর ওয়াদা ছাড়া আর কি দিয়েছেন জাতিকে। আর হ্য়তো কখনো পারবেনও না।

তত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকার,আমার দেখা কেউ ভালোনা। আমরা এই দুই নেত্রীকে ছাড়া আর কাউকে চোখে দেখিনা, এক জনকে সাপোর্ট করি বঙ্গবন্ধূর কন্যা হিসাবে আর একজনকে করি জিয়াউর রহমানে স্ত্রী হিসাবে। চায়ের দোকানে কথা কাটাকাটি থেকে মারামারিও হয় এদের ভালোবাসায়। আমার মনে হয়, আজ যদি এই দুজন বেচেঁ থাকতো তবে এই সব কাজকাম দেখে লজ্জায়ই মরে যেত। কি দেশটাকে কি বানাচ্ছেন, এর কৈফিয়ত আপনাদের একদিন না এক দিন ঠিকই দিতে হবে।

ভাই,আমি নিজে কখোনো বাসার রান্নাঘরের চুলাটা পর্যন্ত অপ্রয়োজনে জালাতে দেই না,নষ্ট করিনা কোন সম্পদ, কারন এই সম্পদ তৈরী হতে হাজার হাজার বছর সময় লাগে, আজ যদি এসব খেয়াল না রাখি কাল যখন এর দাম নাগালের বাইরে চলে যাবে বা ফুরিয়ে যাবে তখন আমি আমার অনাগতদের কি দিয়ে স্বাগত জানাব। অন্যায় দিয়ে,জোচ্চুরি দিয়ে,ক্ষুধা দিয়ে। ধিক ধিক আপনার-আমার প্রতি। আমি নিজের বিবেকে যা অন্যায় মনে হয় তা লাভজনক হলেও এড়িয়ে যাই, কেননা কারটা মারব আমি, আরেক ভাইয়েরটা। কেন তার কি পেট নাই,ক্ষুধা নাই।

সংসার নাই। যদিও তারটা মারি সেকি আরেক জনেরটা মারবেনা , তাহলে কি লাভ হল। কাল যখন আমি আমার সন্তানকে বলব বাবা, সততাই উৎকৃষ্ট পথ,সৎ ভাবে চল, ভালো কাজ কর,কিভাবে বলব বলেন? বাস্তবতা থেকে সরিয়ে কোন কল্পনার জগতে নিয়েতো আর রাখতে পারবোনা তাকে। যেখানে আমি জানি যে, সে জন্ম নিয়েছেই একটি বাংলা নামের নরকে যেখানে সততার দাম নাই বাচঁতে হলে যেখানে সংগ্রামের বিকল্প নাই। আসলে বলার শেষ নাই।

অনেক বললেও যে কিছু হবে তাও না,আসল কথা হল আপনি যদি এই সব অমানুষদের সাপোর্ট করে টবে আপনিও তাদেরই দলের, আপনাকেও জবাব দিহিতা করতে হবে। আমাদের উচিত এদের প্রত্তাহার করা। ভালো করে গুছিয়ে ও নির্ভুল বানানে না লিখতে পারার জন্য আন্তরিক দূঃখিত। আবার দয়া করে কেউ ভাববেন না আমি অন্য কোন রাজনৈতিক দলের গান গেয়ে গেলাম। আসলে আমি কোন দলই করিনা কিন্তু ঘৃনা করি সেই সব অমানুষদের যাদের জন্য আমর্বা লজ্জিত।

আমি বিস্বাস করি কাইকে ঠকালে নিজেরও ঠকতে হয় আর যাকে ঠকাব সে কি অন্য কেউ নাকি আমার মতই মানুষ আমারই ভাই। আমি শুধু বলব বিলাসিতা বর্জন করুন দেশের হয়ে বাচুঁন,অন্যায়কে হাসি মুখে মেনে নিতে আপনি অস্বিকৃতি জানান। অন্যায়য়ের সামর্থ অনুযায়ী প্রতিবাদ ও প্রতিহতের চেস্টা করেন। আসুন আমরা আমাদের ভবিষ্যাত প্রজন্মের সাথে ইনসাফ করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।