আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি , আমরা ছাত্ররা , আমাদের ভবিষ্যাত ....

,মানুষ প্রতিদিন বাচে না , প্রতিদিন বেচে যায় , মারা যায় একদিন

বাংলাদেশ ! খুব গর্ব হয় মাঝে মাঝে দেশটাকে নিয়ে . কিন্তু অচিরেই মনে একটা চিন্তা আসে ! কেন যে এই দেশে জন্ম নিলাম ? ! যেই দেশে নিরাপত্তা কর্মী রাই আমার জন্য সবচাইতে বড় ত্রাস সেই দেশ এ থেকে কি ই আর করব ? ছিনতাই কারিদের থেকে তো এখন পুলিশ দেখলে বেশি ভয় লাগে ! ভয়ে ভয়ে যাই কোন সময় জানি পকেট এ একটা গাজার পোটলা ঢুকিয়ে দিয়ে বলে আমি গাজা ব্যাবসায়ী ! বাস্তব সাক্ষী আমি এরকম এক ঘটনার , সেটা আগে লিখে ছিলাম একবার। যাই হোক আমার ম্যাইন টপিক । দেশের রাজনীতি । আমাদের কি দোষ ? এই রাজনীতির মারপ্যাচে কেন আমরা পড়ি । গতকাল রাতে চুয়েট এ পরিক্ষা দেয়ার উদ্দ্যেশ্যে আমার এক ফ্রেন্ড চিটাগাং এর উদ্দ্যেশ্যে রাতে রউনা দেয় ।

পথিমদ্ধ্যে পিকেটার দের স্বীকার হয় সে ! পিকেটার রা তার বাসে আগুন ধরিয়ে দেয় কয়েকটা ককটেল ফাটায় আর ইট ঢিল দেয় । ইট ঢিলার এক পর্যায়ে একটি ইট আমার ফ্রেন্ড এর চোখে এসে লাগে । যা হবার তাই । পরিক্ষা তো খুব দুরের কথা সেই ফ্রেন্ড হাসপাতাল এ যেতে যেতেই অবস্থা খারাপ হয়ে গেলো । পরিক্ষা তো দেয়া হলই না তার বরং তার ভবিষ্যত নিয়ে টানা টানি লেগে গেলো ।

সন্ধ্যায় ঐ ফ্রেন্ড এর মা ফোন দিয়েছিলো ওর সার্টিফিকেট তুলার একটা ব্যাবস্থা করে দিতে । অনেক ক্ষন কান্না কাটি করল আন্টি । খুব খারাপ লাগল আমার আন্টির কথা শুনে । এখন আমার কথা কি দোষ করছিলো সে ? নিজের জীবন গড়ার উদ্দ্যেশ্য নিয়ে সে মুখে একটা হাসি নিয়ে পরিক্ষা দিতে বাসে উঠেছিল ! সে কি আর বুঝতে পেরেছিল যে এটা তার জন্য কত বড় বিপদ নিয়ে এসেছিলো । প্রায় ৪ হাজার পরিক্ষার্থী আজ চুয়েট এ পরিক্ষা দিতে পারে নি ।

নিজের জীবন গড়ার উদ্দ্যেশ্য নিয়ে বাসা থেকে বের হই কিন্তু এটার guaranty নিতে পারি না যে এই জীবন নিয়ে বাসায় ফিরে আসতে পারব কি না । হুম রাজনীতি হয়ত একটু কম ই বুঝি ! কিন্তু যতটুকু বুঝি তার সারমর্ম হল এদেশের দুই নেত্রী রাজনীতি করেন তাদের পূর্ব পুরুষ দের স্বার্থে দেশের স্বার্থে না । আর নেতা কর্মি রা রাজনীতি করেন পকেট গরম করতে । আর যারা পিকেটিং করেন তারা বেশির ভাগ ই করে এক বেলা হোটেল চা নাস্তা খাওয়ার উদ্দেশ্যে আর হালকা কিছু আমদানীর জন্য । No Offence ।

মাফ করেন আমাদের । আমরা শান্তি মতন বাচতে চাই । দরকার নাই আপনাদের নিরাপত্তা কর্মী দের নিরাপত্তার । তারাই এখন জীবনের শত্রু হয়ে দারাইতেসে । আমাদের আমাদের মত জীবন যাপন করতে দিন ।

হরতাল দেন কোন সমস্যা নাই । নিরীহ মানুষ গুলার জান নিয়া ছিনিমিনি খেইলেন না ! এখন এই দেশকে নিয়ে গর্ব করি । যত দিন বেচে আছি করব । আমি এই দেশের গর্বিত নাগরিক । কিন্তু এই দেশের রাজনীতি মাঝে মাঝে ঘৃণা জন্মানোর কারণ হয়ে দারায় ! !


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.