আমাদের কথা খুঁজে নিন

   

এক লাস্যময়ী ও চির সবুজের সান্নিধ্যে কিছুক্ষন

do good গত ১২ ই জুন ভীষন ব্যস্ততার মাঝে দিন শুরু হয়েছে, হঠাৎ সুনামধন্য পরিচালক নার্গিস আকতারের ফোন , আমি তোমার এলাকায় শ্যুটিং করছি – তুমি কোথায় ? আমি বললাম যে দৌড়ের উপরে আছি ফাক পেলেই আসব, প্রশ্ন হতে পারে হরতালে আবার ব্যস্ততা ? আসলে এই দিনেই সবচে বেশি চাপ অনুভব করতে হয় এই ধন্যবাদ হীন চাকুরীতে , দুপুরের পর আবার ফোন পেলাম যে নার্গিস আকতারের চোখ ফুলে গেছে ব্যাথায় কাজ করতে পারছেন না , যেহেতু হরতালের দিন তাই ডাক্তার পাওয়া সমস্যা , তখন বন্ধু ডাক্তার মহসিনের সাথে ক্থা বলিয়ে দিলাম এবং সে ঔষুধের নাম মেসেজ দিয়ে পাঠালেন ,সেই ঔষুধ নিয়ে রওয়ানা হলাম হোতাপাড়ায় , পাশেই আমাদের ১০০ জনের এক্ টা ইউনিট ,এক ঢিলে দুই চান্স পাওয়া গেল । শ্যুটিং চলছে “ পুত্র এখন পয়সা ওয়ালা “ নামের সিনেমার । গিয়েই তো কিছুক্ষন থমকে দাড়ালাম , আমি অবাক হয়ে একজন কে দেখছি আর দেখছি , সত্যি তিনি অসম্ভব সুন্দরী এবং ভীষন আকর্ষনীয় , আমার পাশে বসে আছেন এক সময়ের পর্দা কাপানো রুপালী জগতের উজ্জ্বল নক্ষত্র যা আজো জ্বলমান সেই লাস্যময়ীএবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা । যার সংগ পেয়ে কিছুক্ষনের জন্য সব ব্যস্ততা ভুলে গেলাম , পরিচিত হলাম , পরিচালক বললেন যে আমি তার ভীষন ভীষন ফ্যান , আমি তার পাশে বসলাম, কিছুক্ষন পর পর তিনি বিভিন্ন শট দেবার জন্য উঠছিলেন, গ্রাম্য মায়ের চরিত্রে অভিনয় বলে মেকআপে তার রঙ কালো বানানো হয়েছিল তবুও সৌন্দর্যের বিন্দুমাত্র কমতি নেই , আমি সাথে সাথেই তার নাম লিখলাম গুগল সার্চে , সব সিনেমার নাম ছবি আসছে , এই সেই ববিতা যিনি কালজয়ী অসকার বিজয়ী চলচিত্র পরিচালক সত্যজিত রায়ের “অশনি সংকেত” এর অভিনেত্রী , ১৯৭৩ সালে এই ছবিতে ববিতা অভিনয় করেন । পাকিশ্তানী নায়ক ফয়সালের সাথে বিখ্যাত সিনেমা “নাদানী” সহ লতা মুঙ্গেসকরের গলার জনপ্রিয় গানের সিনেমা “দূর দেশ “ ছবিতে নায়ক নাদিমের সাথে অভিনয় করেন ।

অসম্ভব রুচিশীল এবং ব্যাক্তিত্ববান এই জনপ্রিয় নায়িকার সাথে কখন যে তিন ঘন্টা সময় পার হয়ে গেছে টের পাইনি । এই পর্দা কাপানো অভিনেত্রী ইংরেজিতে যেমন পাকা আবার তেমনি জ্ঞান র‌য়েছে তথ্য প্রযুক্তির যা আমি ধারনা করিনি । তার দুর্লভ এবং পুরোনো জনপ্রিয় ছবি গুলোর গান ডাউনলোড করে দেখাচ্ছিলাম ,তিনি অত্যান্ত আগ্রহভরে তা উপভোগ করলেন , আমি বললাম ম্যাডাম এই গান গুলো আপনাকে ব্লুটুথে আপনার সেল ফোনে দিব ? তিনি বললেন অসুবিধা নেই আমি ইউটিউব থেকে নামাতে পারবো । বললাম আপনি তো একটা সংগঠনের শুভেচ্ছা দুত হয়েছেন সাম্প্রতিককালে, তিনি জানালেন যে ডিসিআইআই distressed children infant international নামের আমেরিকা ভিত্তিক একটি সংগঠন যা দুঃস্থ শিশুদের নিয়ে কাজ করে । আরো জানালেন যে এরকম একটি সংস্থার কাযে ১৯৮৯ সালে এদেশে রোমান হলিডে এর নায়িকা আদ্রে হেপবার্ন এসেছিলেন , আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও গুনী এই শিল্পী দীর্ঘদিন পরে অভিনয় করছেন , আমরা এই গুনীজনের কদর দিতে জানি না যার ফলে এদেশে গুনী শিল্পীরা নিভৃতচারী হয়ে যান অথবা নিজেদের সরিয়ে ফেলেন ।

মেধাবী চির সবুজ ও লাস্যময়ী মননশীল গুনী এই অভিনেত্রীর প্রতি রইল শুভ কামনা এবং হ্রদয় নিংড়ানো তীব্র আবেগী ভালবাসা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।