আমাদের কথা খুঁজে নিন

   

তাবলীগী বয়ান

ভাবুক বিগত কিছুদিন আগে একটা তাবলীগি মজমায় কোন এক মসজিদে বসেছিলাম। বয়ানের সারসংক্ষপে তুলে ধরা হল। আমার কাছে কথাগুলো মূল্যবান মনে হয়েছে। বর্তমান বিশ্বে মুসলমান আজ বিভ্রান্ত,কমজোর ইমান আর আকিদাগত ত্রুটিও পরিলক্ষিত হয়। তার পরও জন্মসূত্রে পাওয়া ধর্ম থেকে সবাই মুসলমান।

অনেকেই জানেনা সে কোন নবীর উম্মত,এমন কি কালিমা পর্যন্ত জানেনা!তার পরও সে মুসলমান!কারন সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। অনেকে পিতৃ প্রদত্ত নামে মুসলমান অথচ স্বঘোষিত নাস্তিক,তাদের মৃত্যুর পরে আবার জানাজাও হয়!তার বাবা কি ধরনের মুসলমান ছিলেন এবং উনার পূর্বসূরিরা কেমন ছিলেন তাও আমাকে ভাবায়। সবথেকে বড় চিন্তার কথা তার উত্তরসূরিরা কেমন মুসলমান হবে?একজন মানুষ সূদ খেল,ঘুষ খেল,নামাযও পড়ল!নামায কি কবুল হবে?একজন বৃদ্ধ ৭০ বছর যাবৎ নামাজ,ইবাদত বন্দেগী করল কিন্তু তার আকিদায় ত্রুটি,তার সুরা কেরাত সহী নয়,তার ফরজ গোসল সম্পর্কে কোন ধারনাই নাই!তার কি ইবাদত কবুল হয়েছে?! এই ফেৎনার যোগে নিজেকে শুধরানোর একটা কুনাকুনি সহজ রাস্থা আছে যার নাম তাবলীগ জামাত। কিভাবে নিজের হেদায়াত হয় এবং অন্য মুসলমান ভাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় এই এক ফিকির নিয়ে বিশ্বব্যপি এই হরকতের সাথে জড়িত কোটি কোটি মুসলমান। নিজের জান,মাল এবং সময় নিয়ে বিশ্বব্যপি দ্বীন ইসলামের খেদমতে তারা নিয়জিত।

শেষ নবী হযরত মোহাম্মদ (সঃ) এর পর যেহেতু আর কোন নবী এই পৃথীবিতে আসবেননা সেহেতু এই নবীওয়ালা কাজের দায়িত্ব পরবর্তী মুসলমানদের উপরই বর্তায়। বিদায় হজ্বের ভাষণে মহানবী এই দিকনির্দেশনাই দিয়েছেন। আজ যেহেতু মুসলমানরাই গুমরাহীর দিকে চরম ভাবে ধাবিত তাই প্রথমে নিজের হেদায়াত এবং অন্য মুসলমানের হেদায়াতের জন্য কাজ করা জরুরি। পাশাপাশি বিধর্মীদের কাছেও ইসলামের দাওয়াত পৌছানো জরুরী। সবকিছুতেই হেকমত অবলম্বন করা ইচিৎ।

আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমীন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.