বিভিন্ন লেখা ও একাডেমিক বক্তৃতায় ভারতীয় নাগরিক oxford university department of politics and international relation and senior research ফেলো জনাবা শর্মিলা বসু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে যে মন্তব্য করছেন তার পক্ষে কি ডকুমেন্ট তার কাছে আছে। জনাবা বসুর মতে আমাদের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ লোক শহীদ হয়নি হয়েছে ৩ লক্ষ। এখন প্রশ্ন হলো ৩ লক্ষ নয় ৩ শত জন হক তাহলে কি সেই হত্যার কি বিচার হবে না। ৩০ লক্ষ না হক ৩ লক্ষ মারা কি অপরাদ নয়। কিছু দিন আগে একটি সংবাদে দেখেছিলাম জামাত যুদ্ধাপরাধের বিচার বন্ধ করার জন্য আন্তজার্তিক মহলে লবি নিয়োগ করেছেন।
জনাবা শর্মিলা বসু নেতাজী সুভাষ বসুর বংশধর বর্তমান তিনি যে কাজ করছেন তা কি তার বংশের সুনাম খুন্ন হচ্ছে না। তিনি বলছেন বঙ্গবন্ধু জীবন দশায় ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের মাপ করে গেছেন। তথ্যটি কতটুকু সত্য আমাদের নিকট যে ডাটা আছে সেই মতে ১৯৭৫ সালের আগষ্ট ১৫ এর আগে মোট ২৮১৮ টি মামলার নিস্পত্তি হয়। এর মধ্যে ৭৫২ জনকে নানা মেয়াদে কারাদন্ড হয়। এর মধ্যে ৬ জনের মৃত্যুদন্ডের রায় দেওয়া হয়।
তাছাড়া কারাগারে আটক ছিল ১১,৭০০ জন । কিন্তু ১৯৭৫ এর ৩১শে ডিসেম্বরে এক সামরিক ফরমান বলে আগের বিচার হওয়া রায় সহ চলমান সকল বিচার বাতিল করেদেন। তবে সেই সময় বঙ্গবন্ধু লঘু অপরাধ ক্ষমা করে দেন যেমন যারা হত্যা ও লুটপাট এর সাথে জড়িত নয় তাদের ক্ষমা করেদেন। তাহলে প্রশ্ন হল জনাবা বসুর নিকট যদি বর্তমান প্রচারিত তথ্যগুলো আগে থেকে থাকে তা এখন প্রচার করছেন কেন। এতদিন কোথায় ছিলেন আর এই তথ্য তিনি কিভাবে পেলেন তার গ্রহন যোগ্যতা প্রচার করুক তা নাহলে তিনি টাকার বিনিময়ে এই সব প্রচার করছেন।
টাকার জন্য নেতাজীর বংশের লোক এই প্রচারে অংশ নিয়ে তিনি তার বংশকে কোথায় নামালেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।