আমাদের কথা খুঁজে নিন

   

খেলেছিনু FIFA MANAGER ’11

গত কয়েক মাস ধরে FIFA MANAGER ’11 গেইমটি খেলছি। আজ সময় পেলাম এর উপর কিছু লিখতে। আমরা অনেকেই ফুটবল ম্যানেজার খেলি। এগুলোর মধ্যে FIFA MANAGER এর interface টা ভালো। FIFA MANAGER ’11 এ কিছু নতুন ফিচার আছে যা আগের ভার্সন গুলো থেকে একে আলাদা করেছে।

নতুন যে ফিচার গুলো যোগ হয়েছে তার মধ্যে অন্যতম হলো নিজের ক্লাব বা জাতীয় দলের একজন প্লেয়ার কে কন্ট্রোল করা যায়। এতে রয়েছে অনলাইনে একই সাথে ৮ জন খেলার সুযোগ। প্লেয়ারদের transfer market, transfer fee, signing ইত্যাদি ফিচার গুলোর ডিভালাপমেন্ট গেমারকে সহজেই আকৃষ্ট করবে। রয়েছে ১৩,০০০ এরও বেশি ফুটবল প্লেয়ারদের অরিজিনাল ছবি, যা গেইমটিকে আরো জীবন্ত করে তুলেছে। Required Configurations: OS : Xp / Vista / 7 CPU: 2.8 GHz RAM: 1 GB AGP: 128 আমি গেইমটি খেলতে খুব ভালা পাই।

আপনি ও গেইমটি খেলে দেখতে পারেন। এই লিঙ্কে গিয়ে স্ক্রীন শট দেখতে পারেন.... Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.