সেদিন নতুন একটা ফরম্যাট চালু হল ক্রিকেটের ইতিহাসে। আমরা বুয়েটের মাঠে লিমিটেড ওভার টেস্ট ম্যাচ এর দুরন্ত সূচনা করলাম। প্রথম ইনিংস ৮ অভার এর এবং শেষের ইনিংস ৫ ওভার এর। তখন মাথার মাথার উপর সুরোজ। করা রোদ।
পুরা মাঠেই ফাটা দাগ দেখা যাচছে। জেকন জায়গায় বল বাউঞ্চ খাইতে পারে। আমদের ওভার লিমিটেড। আমাদের খেলা দুই ইনিংস এর। কিন্তু বাটিং স্টাইল হইল টি২০ স্টাইল এর।
আমরা খেলা শুরু করলাম। পরে বাটিং নিলাম আমরা খ দল। বাটিং করল ক দল। ৮ ওভার এ করল তারা ৬১ রান। আমরা পরে বাটিং করে ৮ রান রেট এ করলাম ৬৫।
৪ রানের লিড! জাতা কথা! তারপর ওরা আবার নামল। নাইমাই বারি। ওভার কিন্তু কমায় দিছিলাম, ৫ ওভার এ খেলা হবে সেকেন্ড ইনিংস। প্রথম বলেই করল ১১। ন বলে ৬ র পরের বলে ৪।
মত এক বলে ১১ । আমরাত ভাব্লাম তখনি খেলা শেষ। কিন্তু যখন আমার মত বাটস্মান বাকি আছে নামার। তখন কি র এত সহজে খেলা শেষ হয় ? অরা করল ৫২ ৫ ওভার এ। আমরা নামলাম তারপর আমরাও পিটাইতে থাকলাম।
শেষের দিকে ৯ বলে লাগে ১১ রান। দুই সেট ব্যাটসম্যান এ আউট! তখন নামলাম আমি নাইমাই দুই। না দৌড়াইয়া না। পিছনে গেলে দুই। পরের বলে দান্সিং দউন দ্যা উইকেট ৪।
তারপর নো বলে দৌড়াইয়া দুই রান নিলাম। তারপর র কি! জিতা গেলাম! যাই হোক আমি কিন্তু ভাই সিরিআস ছিলাম না
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।