গান গাই, আর মনরে বুঝাই আজকের ধাধাটাও গতবারের মত সোজা। আশা করি ১-২ ঘন্টার মাঝে সমাধান হয়ে যাবে। দেখুন কে আগে সমাধান দিতে পারেন। আপনাকে ১০ টি সিন্দুক এবং ১০ টি চাবি দেয়া হলো। কিন্তু কোন চাবি কোন সিন্দুকের জন্য তা জানা নেই। কমপক্ষে কতবার চেষ্টা করে আপনি কোন চাবি দিয়ে কোন সিন্দুক খোলা যাবে সেটা নিশ্চিত ভাবে বের করতে পারবেন? ভাই এবং বোন সকল, আপনাদের চিন্তা শক্তির উপর যথাযোগ্য সম্মান প্রদর্শন করিয়া বলিতেছি, দয়া করিয়া সংখ্যার পাশাপাশি লজিক টাও বলিয়া দিয়েন, না হলে ঠিক বুঝিয়া উঠিতে পারিনা, বকটা কি ঝরে মরিয়াছিল নাকি ফকিরের আসলেই বিশেষ কেরামতি ছিল ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।