স্বজনের লাশ বহনের কালে কিসের ভারে তুমি নত, মৃতদেহ নাকি শোক আমাকে পেয়ে বসছে ঘুম... আমার জমে যাচ্ছে কাজ... আমার ক্লান্ত ভিষণ শরীর... আমার বুক পকেটে কাকড়... আগাগোড়া কফিনের মতন করে নিজের মরদেহ করে চলেছি বহন যেন... আমার হস্তরেখায় নদীপথের শুকিয়ে যাওয়া দাগ... আমার চোখের ভিতর প্রিয় শকুনের আশ্রয়... আমার পায়ের পাতায় ল্যান্ড মাইন... ভাবছি শুধুই কোথায় ফেলব পা… আমার কবর খুড়েছি হাড়ে... আমার মজ্জ্বায় দাবদাহ আমার স্বজন হলে কে কে... আমার শত্রুর সাথে চলা আমি তাকেই রাখি কাছে... তার নিরিখেই এই জীবনের জয় আসো, শত্রু তুমি আসো... চলো হাটি আরেকটু পথ... তোমাকে বুঝিয়ে বলছি দেখো... আমার দূর্বলতা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।