এই ঠিকানায় আর নেই, ফিরে আসবো কিনা জানিনা। ছোটবেলায় টিভিতে আমরা যে জিনিসটা আমরা বেশি দেখতাম সেটা হল টিভি অ্যাড। ৮০ ও ৯০ এর দশকের যারা শিশু / কিশোর তারা বিটিভি বেশি দেখতাম। তখনকার অ্যাড গুলোও মজার, আসুন সে সময়ের কিছু অ্যাড মনে করে আবার সেই ছোটকালে ফিরে যাই।
১।
“আলো আলো... বেশি আলো, শব্দে ছন্দে মন মাতালো। “
হ্যাঁ ঠিকই ধরেছেন অলিম্পিক ব্যাটারি। মিতা নূর এর এই জনপ্রিয় অ্যাড এর সাথে কত নেচেছি।
২। ‘’উচ্ছল জীবনের দুরন্ত পথে পথিক শুধু জানে যেতে হবে বহুদুরে... জাম্প ! জাম্প ! জাম্প ! জাম্প কেডস !’’
কত বাহানাই না ছিল একজোড়া কেডস এর জন্য!
৩।
‘’ও মানিক বাড়িতে জামাই আইছে, যা তো একটা ডাব পাইড়া নিয়া আয়... কি মানিক কি বাত্তি লাগাইলি!!! ক্যান, ফিলিপস, মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপস। ‘’
সেইরকম ১ টা অ্যাড।
৪। ‘’তেজপাতা চিনি, বাইচ্ছা বাইচ্ছা কিনি... তেলে পতি জল, মোল্লা লবন!!
এই অ্যাড টা প্রচার হবার ২-১ দিনের মধ্যেই সবার মুখে মুখে। ‘’
এখনও মোল্লা লবনের অ্যাড এর কথা মানুষের মুখে।
‘’ছিল্লা কাইটটা লবন লাগাইয়া দিমু!!’’
৫। ‘’সেই ১৯৫৩ সাল থেকে...’’
হ্যাঁ, রক্সি পেইন্টের কথাই বলছি। রৌশন জামিলের এই অ্যাড টা ছিল সবসময়ের পছন্দের। অনেক নেচেছি এই অ্যাড এর সাথে।
৬।
টিভিতে যখন কোন ক্রিকেট খেলা সরাসরি দেখান হত, তখন ১ টা পানির পাম্প এর অ্যাড বেশি দিত, মনে আআছে সেই অ্যাড! হ্যাঁ ঠিক ধরেছেন।
‘’পানি নিয়ে ভাবনা আর না আর না, পেড্রলো পাম্প আছে আর নাই ভাবনা। ’’
৭. একটু বড় হইলাম, চকলেট খাইতে মুঞ্চায়... তখনি অ্যাড আসলো...
‘’হাতে কি...!! বল দেখি!! কি কি???? চকলেট মিষ্টি? না দুউউউউধ!! বাবা বলে চুপিচুপি আমাকেও দাও দেখি!!!!!’’
৮। বোম্বে সুইটস এর একটা চিপস অ্যাড ছিল , ওটার ১ টা কথা ছিল এমন ‘’একা একা খেতে চাও, তবে দরজা বন্ধ করে খাও,’’
৯। ১ টা অ্যাড এর কথা না বললেই নয়।
জদিও অনেক ছোটকালের অ্যাড কিন্তু এর মর্ম উদ্ধার করেছিলাম কৈশোরে।
‘’কি খবর জামাই!! এত রাইতে... দিমু নাকি একখান!!!?????? বার বার আসনের সময় নাই পুরা প্যাকেট দাও!!!!’’
হ্যাঁ ARS মশার কয়েল। বেশি পাকনা আছিলাম তো টাই কৈশোরেই বুইঝা ফালাইসিলাম।
১০। মা খালাদের বাদ দিবো কেন!! হুইল সাবানের অ্যাড টা নিশ্চই মনে আছে,
‘’আপা অমন দেখাচ্ছে কেন? আর বলবেন না, বাচ্চাকে বকেছি, কাপড় এত নোংরা করেনা!! বড়রাও কম করেনা!’’
১১।
ওরস্যালাইন... কি ভাই খাইবেন নাকি!! তাইলে ওই অ্যাড টার কথা মনে করেন।
‘’এক মুঠা গুড় আর তিন আঙ্গুলের এক চিমটি লবন... মিশাইয়া দেও ঘুঁটা ... ঘুঁটা... ঘুঁটা!’’
হইছে, আর ঘুইট্টেন না। বড় হইছেন তো!!
১২। ‘’তোমার দোকানে কি খাবার স্যালাইন আছে? আছে মানে এসএমসির টাই আছে! আহহ, জীবনডা বাঁচাইলা, শিগগিরি ৩ প্যাকেট দাও। ‘’
১৩।
আপামনিরা মাথায় কি তেল মাখেন!! দেখেন তো মনে পড়ে কিনা...
‘’টগবগ টগবগ ঘোড়ায় চড়ে রাজারকুমার এলো, রাজকুমারী তোমার মাথায় এতো চুল কে দিলো! আরাম!’’
‘’দোকানে গিয়ে যদি নারিকেল তেল চান,শুনবেন কত কত নাম, আমি গিয়ে বলি কি অতশত চিনি না, আমার চাই ভাই আরাম!!! আরাম নারিকেল তেল। ‘’
১৪। ‘’আব্বাআআ রাইত ১১ টাআআ! পামপ ছারনের টাইম হইছেএএএ! ‘’
১৫। ‘’মৎস্য মারিব খাইব শুখে, কি আনন্দ লাগছে বুকে, ঝাকে ঝাকে ঝাকে জাটকা কারেন্ট জালে আটকা। ‘’
এই জনস্বার্থ মূলক অ্যাড টা ছিল খুবই জনপ্রিয়।
১৬। মৌসুমি আপার ১ টা অ্যাড, মেয়েদের মন কেড়েছিল...
‘’প্রিয় প্রিয়..সুন্দরী প্রিন্ট শাড়ী’’
১৭। ‘’রানী, রানী, রানী, রানী, কোন রানী??
বৌরানী প্রিন্ট শাড়ি বৌরানী।
আরেহ, রানী, রানী, রানী, রানী, কোন রানী??
বৌরানী প্রিন্ট শাড়ি....বৌরানী। ‘’
উফ!! একদম চুখাম ১ টা অ্যাড ছিল!
চুখাম তো লাগবোই, ততদিনে তো ছুডুকাল থেকে ইট্টু বড্ডাকালে সবে মাত্র পাড়া দিসি।
১৮। কি! মাথা গরম হইয়া গেছে নাকি ! মাথা ঠাণ্ডা করেন...
‘’আছে তিব্বত কদুর তেল, চল্লিশ বছর ধরে মাখছি, মাথা ঠাণ্ডা করে আজো কাজ করছি। ‘’
১৯। যদি ইঁচড়ে পাকা হয়ে থাকেন আর কৈশোরে কোন সুন্দরীর প্রেমে পড়ে থাকেন তবে লিপ জেল এর কথা মনে আছে তো!!
‘’শীতে ফেটেছে ঠোট , হৃদয়ে লেগেছ চোট!’’
২০. চোট লাগছে... আর বাহার দেখা শুরু হইছে। কিশের বাহার??
‘’দেখো দেখো দেখোরে রঙ্গের বাহার দেখো রোমানার বাহার।
‘’
হ ভাই হ... রোমানা পেইন্ট এর বাহার।
২১। বাহার দেইখা বিড়ি ফুকাইতে মুঞ্চায়... চিন্তা নাই,
‘’এক টানেতে যেমন তেমন দুই টানেতে মজা, তিন টানেতে উজির নাজির চার টানেতে রাজা!!!’’
নাসির গোল্ড এর অ্যাড ছিল।
২২। আর এফ এল এর অ্যাড টা মনে আছে!! ?
যতই চাপাচাপি করো, কোন লাভ নাই।
থাক থাক... আর চাইপেন না। বড় হইসেন, মাইনশে খারাপ কইবো!
কি!? ছুডুকালের কথা মনে পড়ছে!! কইছিলাম না, না পড়লে মিস করবেন। ইশ! সেই শৈশব কৈশোর যদি ধরে রাখা যেতো কতই না মজা হত।
আজ এতটুকুই থাক আগামিদিন নিয়ে হাজির হব ছোটকালের সব মজার টিভি অনুষ্ঠান, কার্টুন আর টিভি সিরিয়াল নিয়ে।
কৃতজ্ঞতা: মারিনা আফরিন ও মিম।
কিছু অ্যাড মনে করিয়ে দেয়ার জন্য।
এবং "যা ফুট, দূরে গিয়া মর" ফ্যান পেজের ফ্যানদের। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।