বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
হঠাৎ করে গল্প করার শখ হলো। ভাবছি, কি নিয়ে গল্প করা যায়? আড্ডার রসদই হচ্ছে গাল গল্প। তবে বানানো গল্প না দিয়ে দু'একটা সত্য গল্প বলি। আমার অবশ্য গল্প শুনতে বেশী ভালো লাগে। অনেক বছর আগে আমাদের মহল্লার মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছে।
বিশাল আয়োজন। অনেক টাকার প্রয়োজন। শত শত বস্তা সিমেন্ট, বালু আর কংক্রীট লাগবে। অনেক টাকার প্রয়োজন। সাধারণত মসজিদের জন্য সবাই দরাজ হস্তে দান করেন।
অনেকে এগিয়ে আসেন দান দক্ষিণা নিয়ে। ইহকাল আর পরকালের মুক্তি, শান্তি ও প্রতিপত্তির জন্য এর কোন বিকল্প নেই। অবশেষে অর্থ সংগহের জন্য মসজিদ কমিটি ও গণ্যমান্য লোকরা বাসায় বাসায় চাঁদা সংগহের জন্য গেছে। সেই চান্দা পার্টিতে আমার বাবাও আছেন। বিকেল বেলা তারা বাসায় বাসায় যাচ্ছেন।
পাবলিকও টাকা দিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে এক বাসায় গিয়ে তারা বাকরুদ্ধ হলেন। দরজা নক করলেন তারা। ছোট একটি মেয়ে এসে দরজা খুলে বলল, আব্বু বলেছে আব্বু বাসায় নেই। গণ্যমান্য ব্যক্তিরা এতোটা ধাক্কা খেলেন যে তারা আর একটি শব্দ না বলেই দরজা থেকে বিদায় নিলেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।