আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলঙ্কায় চালু হল ৫ হাজার রুপীর নোট

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। বিষয়টি এখন সামান্য পুরাতন। আরো আগেই পোস্ট দেয়া উচিত ছিল। সে যাই হোক।

কাজের কথায় আসি। এ বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীলংকায় এই প্রথম ৫০০০ রুপীর নোট চালু হয়েছে। ২০০০ রুপীর নোট আগেই ছিল। একই সাথে আগের সব নোট বদলে নতুন নোট চালু করা হয়েছে। তবে ২০০০ রুপীর নোট নতুন করা হয়নি।

এই নোট এক সময় তুলে নেয়া হতে পারে। এমনকি বছর দেড়েক আগে এলটিটিইর পরাজয়ের পর প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছবি সংবলিত নোট চালু ( ১০০০ রুপীর নোট) হলেও সেই নোটের জায়গায় নতুন ১০০০ রুপীর নোট এসেছে। আমার জানামতে, এটাই দক্ষিণ এশিয়ার চালুকৃত বড় নোট। কেউ কি বলবেন যে আরো কোন বড় নোট দক্ষিণ এশিয়ায় চালু আছে কিনা? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।