আমাদের কথা খুঁজে নিন

   

আমার আউলা বস্ ! পর্ব : ১

ভাগাড়ের তেলাপোকা চলল সমুদ্র দেখতে আমার নতুন বস জিনা স্টারনেস, মেড ইন আমেরিকা। বাংলাদেশে,বিশেষত: এশিয়ায় এটা তার প্রথম ভ্রমণ। তাইসবকিছুতেই তার অতি কৌতুহল,কথায় কথায় তারে বিভিন্ন সবক দেওন লাগে। যেমন একদিন জিগায়, , বিয়া করস? ঘটনা কোনদিকে যায় আবার, তাড়াতাড়ি বললাম, জ্বি, করসি। তাইলে তোমার হাতে আংটি কই !!! পোলাপান দেখলে কেমনে বুজমু বিবাহিত কীনা? আবার জিগায় , :তোমরা হইলা ইন্ডিয়ার পাশে, এইখানে এত আরব মহিলা ক্যান? ওফফফ! ব্যাখ্যা দিয়া বুঝাইতে হইল, আরব না, বোরখা পরলেই আরব হয় না।

ওরা বাংলাদেশী মহিলা। ষেদিন অফিসের কাজে তাকে নিয়ে এক ভিজিটে যাচ্ছিলাম, গাড়ি যথারীতি জ্যামে পড়ল । আমাদের পাশেই দাঁড়ানো ছিল একটা মুরগীর ভ্যান, বড় খাঁচার ভেতরে একগাদা মুরগী। জিজ্ঞাসা করল, : এইগুলা কই নিয়া যাইতাসে? :বাজারে, বেচতে নিয়া যাইতাসে। আরেকটা পুরাই এক ডিজাইনের ভ্যান দেখাইয়া) ঐগুলা নিশ্চয় বাজারে যাইতাসে না :না ,ওরা স্কুলে যাইতাসে ।

: ও, আই সি ! তোমাদের দেশে খাঁচায় কইরা মুরগীও বাজারে নেয়, আবার বাচ্চাদেরও স্কুলে নেয় ! খাঁচার মাল্টি পারপাস ইউজ শিখা গেল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।