আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধ প্রত্যাহার, শেভরন গ্যাসক্ষেত্র স্বাভাবিক

গত বৃহস্পতিবার থেকে শেভরনের তালিকাভূক্ত ১৪টি প্রতিষ্ঠান ওই গ্যাসক্ষেত্রের প্রধান সড়ক অবরোধ করে রাখলে সেখানে কাজকর্ম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়।
শেভরনের আশ্বাসে ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধে ঠিকাদাররা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান সমতা এন্টারপ্রাইজের জমশেদুর রহমান।
এ ব্যাপারে শেভরনের সহকারী ব্যবস্থাপক (মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন) বদরুদ্দোজা বদর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার বিকাল থেকে গ্যাসক্ষেত্রের রাস্তা দিয়ে শেভরনের লোকজন স্বাভাবিক চলাচল করছে। এখন সবকিছু আগের মতো। ”
বিষয়টি নিয়ে ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

অচিরেই  বৈঠকে ঠিকাদারদের নিয়ে বৈঠকে বসা হবে বলে জানান শেভরন কর্মকর্তা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফাকুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে তিনিসহ মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ ও শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ গ্যাসক্ষেত্রে যান।
“প্রশাসনের কর্মকর্তারা ঢাকায় শেভরনের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তখন শেভরন কর্মকর্তারা জানান, তারা ঠিকাদারদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিচ্ছেন।
শেভরনের এই আশ্বাসের কথা ঠিকাদারদের জানিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানানো হয়।

পরে ঠিকাদাররা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান ইউএনও আশফাকুল।
এ দিকে বুধবার ঠিকাদাররা কাজের দাবিতে গ্যাসক্ষেত্রের প্রবেশ মুখে মানববন্ধন করেছে। এ সময় তাদের সঙ্গে গ্রামবাসীও যোগ দেয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার জমশেদুর রহমান, শহিদুর রহমান, ফখরুল আলম আংরাজ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।