[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
ক্রমাগত অবরোধে থেমে থাকেনি জনজীবন-ব্যস্ততা। কক্সবাজারে চাকুরীস্থল হবার সু বা কু বাদে অবরোধ কালীন সময়গুলোতে যন্ত্রচালিত যানহীন ঢাকায় কর্মসহল বা কোন গন্তব্যগামী মানুষের মত রিকশার মুখাপেক্ষী হয়ে পড়তে হয়নি। ঢাকায় দুটো অবরোধে থাকার সুযোগ হলেও কর্মস্থল ঢাকায় না হওয়ায় ঘরেই বসে থাকা সম্ভব হয়েছে। কিন্তু দেখে শুনে জেনেছিতো ঐ সময়গুলোতে রিকশার কি প্রচন্ড উধর্্বগামী ভাড়ার খেলা চলছিল।
কয়েকদিন বাংলাবাজার যেতেই হয়েছে , বইদুটো যেহেতু ছাপা হতেই যাচ্ছে।
বাসা থেকে 20 টাকা রিকশা ভাড়া । বড়জোড় 25/ 30 এমনকি 35 ও মেনে নিতে হয়েছে -অবরোধ যে। এই 2য় অবরোধের কালে অফিসের কাজে মগবাজার টি এন্ড টি অফিসে গিয়েছিলাম একদিন, রিকশা ভাড়া দিয়েছিলাম 45 টাকা। যন্ত্রযান নেই। উপায়ও ছিলনা।
এবার অবরোধ পরবর্তী কদিনও ছিলাম ঢাকায়। উপলব্ধি হলো স্পষ্ট - অবরোধের পরে রিকশা ভাড়া কমেছে তবে সেই বানরের বাশে ওঠা নামার মত। কেমন? 25 টাকা মতিঝিলের ভাড়া ছিল শনির আখড়া হতে। অবরোধে সেটা অনিয়ন্ত্রিত (যদিও রিকশা নিয়ন্ত্রিত পূর্ণ কখনই না) হয়ে 30...40...50 অনেক কিছুই হয়েছিল। অবরোধ নেই।
কিন্তু আগের সেই 25 টাকা আর চায়ই না কেউ। 3 ফুট ওঠে বানর একফুট নামে। সে রকম যেন। 30 এর নিচে আর যায়ই না। আর চাওয়া 40 তো হরহামেশাই।
ঢাকার সর্বত্রই এমন চলছে কদিনে বুঝলাম। রিকশা ওয়ালাদের একটা অলিখিত লাভ হয়ে গেলো অবরোধে যেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।