আমাদের কথা খুঁজে নিন

   

অশ্লিল, আপত্তিকর, ব্যাক্তি আক্রমণাত্তক কমেন্টস্ রিপোর্ট করার অপশন চাই

কি লেখি না লেখি... ভেবে পাই না কূল। ব্লগে ইদানিং কমেন্টস্ এ খুবই খারাপ ভাষার ব্যবহার লক্ষনীয়। গালাগালি করাটা একধরনের ফ্যাশন হয়ে যাচ্ছে। আপত্তিকর কমেন্টস্ করলে কমেন্টদাতাকে ব্লক করতে পারি কিন্ত ব্লক না করে শুধু রিপোর্ট করতে পারি না কারন কোন অপশন (ফেইসবুকের মত) নাই রিপোর্ট করার। ব্লগে টোকাই ব্লগাদের পাশাপাশি ভালো ব্লগারদের রাখতে চাইলে কমেন্টস্ এ রিপোর্ট করার অপশন চালু করেন তাতে কিছুটা হলেও সান্তনা পাওয়া যাবে নাহলে অতি শীঘ্র সামুর জৌলুস সামহোয়ার হারিয়ে যাবে। সালাম। P.S. ইচ্ছা করলে এই পোস্টে গালাগালি করতে পারেন। গালাগালি করতে পোস্ট দেখা লাগেনা, পড়াও লাগেনা, খালি একটা পোস্ট পাইলেই হয়। happy swearing

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.