আমাদের কথা খুঁজে নিন

   

মাফিয়ার হাতে নির্মমভাবে প্রান হারালো মুম্বই এর ক্রাইম রির্পোটার জ্যের্তিময়

বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ মুম্বই এর অন্যতম জনপ্রিয় ইংরেজি ট্যাবলয়েট দৈনিক মিড ডে'র ক্রাইম রির্পোটার জ্যের্তিময় দে'কে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। কয়েকদিন আগে পাকিস্তানের এক সাংবাদিক হত্যার পর ভারতের মুম্বই এ ঘটলো আরেক সাংবাদিক হত্যা। অপরাধ জগতের খবরা খবর প্রকাশে সিদ্ধহস্ত জ্যোর্তিময়কে মুম্বই এর শহরতলী পাওআইতে ৪ সন্ত্রাসী পেছন থেকে গুলি চালালে মারা যান জ্যোর্তিময়। তাকে গুলি করার সময় বৃষ্টি হচ্ছিল। ব্যক্তিগত জীবনে সৎ ও সাহসী এ সাংবাদিক বেশ কিছু আলোচিত ক্রাইম রির্পোট করেন।

যার ফলে তিনি মাফিয়াদের টার্গেটে পরিনত হয়। ‌জিরো ডায়াল' ও খাল্লাস নামে তার দুটি বই বেশ আলোচিত। তার বয়স হয়েছিল ৫৬ বছর। সম্প্রতি মুম্বই এর এক মাফিয়ার আস্তানা থেকে ডিটোনেটর ও বিস্ফোরক নিখোজেঁর ঘটনাটি ফাঁস করে দেন জ্যোতিময়। ফলে মাফিয়ার নজরে পড়েছিলেন তিনি।

ভারতের মুম্বই এর মতোন উন্নত রাজ্যে সাংবাতদক জ্যোতিময়কে হত্যা আবারও প্রমান করলো সাংবাদিকরা কোথায় নিরাপদ নয়। জ্যোতিময় এর খবর জানার পর আমার মনে পড়লো দৈনিক জনকন্ঠের সাহসী সাংবাদিক শামসুর রহমানরে কথা। যশোরের এই সাংবাদিক চরমপন্থিদের নিয়ে বেশ কয়েকটি আলোচিত রির্পোট করার পর সন্ত্রাসীদের হাতে মারা পড়েন। আর কতদিন এভাবে নির্মমভাবে সাংবাদিকরা প্রান হারাবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।