আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----
বিডিআর -এর অপারেশন ডাল - ভাত' এর আউটপুট হল এই অপারেশন বিদ্রোহ!
শুনলাম ডিজি সাহেব নাকি অপারেশন ডাল - ভাত' এর লাভের হিসাব বন্দুক দিয়ে দেয়ার কারনে এই যুদ্ধ শুরু হয়! সকাল ৯।৩০ মিনিটে. কোন এক বিডিআর জোয়ান অপারেশন ডাল - ভাত' এর লাভের হিসাব জানতে চাইলে, ডিজি সাহেব উত্তেজিত হয়ে একপর্যায় তার গার্ডের পিস্তল নিয়ে সেই জোয়ানকে গুলি কর মারেন। এভাবে নাকি ঘটনার শুরু!
আপনারা কি কেউ কিছু জানেন এ ব্যাপারে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।