যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. প্রতি বছর আমাদের দেশে শয়ে শয়ে ছিঃনেমা রিলিজ পায়। কিছু কিছু হয় ব্যবসাসফল আবার কিছু কিছু ছিঃনেমা হয় অসফল। তবে প্রতিটা ছিঃনেমার নামেই রয়েছে ভিন্নতা। একেকটা একেক রকম নাম নিয়ে মুক্তি পায়। অনেক সময় দেখা যায় ছিঃনেমার নামের সাথে কাহিনির নামের কোন মিল নাই।
আবার মিল পেলেও ছিঃনেমার নামটা অদ্ভুত ধরনের। আসুন তাহলে জেনে নেই ছিঃনেমার প্রকৃত নাম এবং তার পরিবর্তিত রূপ (নাম) কি রকম হতে পারে।
১। প্রেমিক পুরুষ
পরিবর্তিত রূপঃ বিশ্ব প্রেমিক (লুল) পুরুষ
২। কোটি টাকার কাবিন
পরিবর্তিত রূপঃ ছেড়া, ময়লা আর কালো টাকায় কাবিন
৩।
কাল্লু মাস্তান
পরিবর্তিত রূপঃ নাম কাল্লু কিন্তু ধলা মাস্তান
৪। বলবো কথা বাসর ঘরে
পরিবর্তিত রূপঃ বিলাই না মাইরা শুধু কথা আর কথা
৫। অবাধ্য সন্তান
পরিবর্তিত রূপঃ বেয়াদপ পোলা / মাইয়া
৬। চাচ্চু
পরিবর্তিত রূপঃ আংকুল
৭। সাকিব খান নম্বর ১
পরিবর্তিত রূপঃ গরু নম্বর ১
৮।
হৃদয়ের আয়না
পরিবর্তিত রূপঃ ১০০% নিশ্চিত ভাল আয়না
৯। ব্যাচেলর
পরিবর্তিত রূপঃ আড়ালে লুলামী
১০। ছোট্ট একটূ ভালবাসা
পরিবর্তিত রূপঃ ভালবাসা একটূ দেয় কেমনে??
১১। তোমাকেই খুজছি
পরিবর্তিত রূপঃ কামের বুয়া থাকার জন্য।
১২।
পরান যায় জলিয়া রে
পরিবর্তিত রূপঃ ফায়ার বিগ্রেড ডাক!!
১৩। স্বামী আমার অহংকার
পরিবর্তিত রূপঃ সবার অগচরে বউ আমারে অহংকার
১৪। খবরদার!!!
পরিবর্তিত রূপঃ খামোশ!!!
১৫। ভালবাসা দিবি কি না বল
পরিবর্তিত রূপঃ নিজের বাপের সম্পত্তি!!!
১৬। এভাবেই ভালবাসা হয়
পরিবর্তিত রূপঃ কিভাবে? ডেমো দেখতে চাই।
১৭। তুমি যে আমার
পরিবর্তিত রূপঃ কোন গ্যারান্টি নাই
১৮। তোমার আমার প্রেম
পরিবর্তিত রূপঃ এখন কোন মজা নাই।
১৯। শেষ আঘাত
পরিবর্তিত রূপঃ জোরে দিয়া দিলে মাইন্ড খাইস না।
২০। সেই রাত
পরিবর্তিত রূপঃ পুরা জাতি আজ কলংকিত!!!
একটি ফান পোস্ট। বাস্তবের সাথে মিলে গেলে লেখক দায়ী নয়।
বিঃদ্রঃ কারো লেখার সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতাল মাত্র। একটি এম১৫৪ ধারা পরিবেশনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।