এতকিছু ... ওই সিনেমার জন্যই... হুইল পাওয়ার হোয়াইটের বিজ্ঞাপন নির্মান করা হবে। পন্যটার ইমেজ হলো সাদা শুভ্র ও সুন্দর। এমন একজন তারকা কে নিতে হবে যার চরিত্রে কোন কালি নাই। কে সেই তারকা।
গবেষনায় দেখা গেল তিনি আর কেউ নন।
চিত্রনায়ক রিয়াজ। অতঃপর রিয়াজকে নিয়ে টিভিসিটা নির্মান করা হয়েছিলো। যেটি আপনারা দেখে থাকবেন। এর কিছুদিন পর দেখলাম। হারপিক টয়লেট ক্লিনার এর বিজ্ঞাপনে রিয়াজ সাহেবের মত একই ভাবে পন্যটি নিয়ে এখানেসেখানে যাচ্ছেন আরেকজন নায়ক।
তার নাম ফেরদৌস। এখন কথা হলো। আগের বার প্রডাক্ট ইমেজের সাথে মিল রেখে করা হয়েছিলো শুভ্র সুন্দর চরিত্রের লোক নেয়া হয়েছিলো। এবার কী পায়খানার মত চরিত্রের লোক নেয়া হলো ??? (প্রথম অধ্যায় এখানেই শেষ)
চ্যাপ্টার টু
ইদানীং আরেকটি বিলবোর্ডে ফেরদৌসকে দেখতেছি। একটি কনডেন্সড মিল্কের বিজ্ঞাপনে।
তার দুই পাশে দুটি মেয়ে। এখানে মেয়ে থাকতে পারে- একজন গৃহীনি হিসেবে। দুইটা যুবতী মেয়ের মধ্যে ফেরদৌস কী করে ??? হেঃ হেঃ হাঃ হাঃ
অনেক দিন আগের কথা
রায়ান সারের মা একটি এনজিওতে কাজ করেন। সেখানে এক মহিলা এসেছেন কনস্যালটেন্সির জন্য। ম্যাডাম আমাকে বাঁচান।
আমার হাজবেন্ড পরকীয়ায় আসক্ত। একজন তো তাকে খেয়ে ফেল্ল।
কার সাথে?
বাংলা সিনেমার এক নায়কের সাথে।
নায়কের সাথে> তার মানে সমকামিতা। ???
তা কোন নায়ক?
মহিলা নাম বলেননি তবে বলেছেন সেই নায়ক কলকাতায় বেশী হিট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।