আমাদের কথা খুঁজে নিন

   

অভিনয় দক্ষতা দিয়ে মিডিয়ায় প্রতিষ্ঠা চায় রিয়াজ

জাকারিয়া ভূঁইয়া:- ইর্ষ্টান ইউনিভার্সিটির ৪র্থ বর্ষের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ছাত্র রিয়াজ যতটা মনোযোগী বিজ্ঞানের নতুন নতুন তত্ব নিয়ে ঠিক ততটাই মনোযোগী সংস্কৃতি ও সংস্কৃতিমনা মানুষের প্রতি। তাই ফেনীর মত ছোট্ট মফস্বল শহরে বেডে উঠেও কখনো থেমে থাকেনি সংস্কৃতি চর্চা, যার শুরু ৭ বছর বয়সে ফেনী থিয়েটারে মঞ্চায়িত শিশুতোষ নাটকের মাধ্যমে। অভিনয় গুনাবলী বাড়ানোর জন্য নাচ,গান, মডেলিং এ সমান চর্চা অব্যাহত রাখে রিয়াজ। ক্লোজ আপ ওয়ান খ্যাত গায়িকা পতুলের রিভেল ব্যান্ডের সহকারি ভোকাল হিসেবে শহরের ছোট বড় অনুষ্ঠানে গানের আয়োজন হলেই ডাক পড়তো রিয়াজের, মডেলিং এ উল্লেখযোগ্য কাজের মধ্যে পেপসো ফুড এ্যান্ড ভেবারেজের সহকারী মডেল হিসেবে কাজ করা, এছাড়াও প্রচারিত নাটকের মধ্যে বিটিভির ব্যাবস্থাপনা পরিচালক হারেছ আহম্মেদের পরিচালনায় “সত্যের অন্বেষন” এটিএন বাংলায় প্রচারিত ফাল্গুনী হামিদের “দায় বন্দন” এবং প্রচারের অপেক্ষায় থাকা ইদ্রিস হায়দারের “ নানা রঙ্গের মানুষ’ মেগা সিরিয়াল “স্বপ্নের রংধনু” ও জিটিভির জন্য নির্মিত রবিন্দ্রনাথের কালজয়ী লেখা কাবলিওয়ালা গল্পের দারোগা চরিত্রে অভিনয় রিয়াজের উল্লেখযোগ্য কাজ। হাতে রয়েছে নাম ঠিক না হওয়া আরো কয়েকটি নাটক ও মিউজিক ভিডিওর কাজ। রিয়াজ বর্তমানে বিডিকম অনলাইন লি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। ছোট বেলায় পিতা হারানো রিয়াজের এ পর্যন্ত উঠে আসার পিছনে সবসময় অনুপ্রেরণা ও আকুন্ঠ সমর্থন ছিল মায়ের । বাংলাবার্তা ২৪ ডটনেট/ d41d8-/08 View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।