পাখি এক্সপ্রেস ফখরুদ্দিন এবং শেখ হাসিনার আমল পার করছে ব্লগ। মনে করেন ২০১৪ সালে বিএনপি ক্ষমতায় এলো। তখন কি ব্লগের বিস্তর কোন পরিবর্তন ঘটবে। মত প্রকাশের যায়গাটা কেমন থাকতে পারে? খুব খারাপ হবে? ব্লগে সরকারি স্পাই ঢুকে গুপ্তহত্যা চালাবে? নাকি সরকার প্রধান নিজেই ব্লগিং শুরু করে দিবেন? বাদ্দেন, যেমনই হোক না কেন আমরা আগে থেকে বিষয়টা নিয়ে একটু মশকরা করে নিই।
নির্বাচনে বিএনপি জয়লাভ করলো।
নির্বাচনের ২/৩ দিন পর রাত ৮টার দিকে ব্লগে ঢুকলেন। নিচের দিক থেকে পোস্টগুলো দেখতে শুরু করলেন। দেখুন -
খেয়াল করে দেখুন পোস্টটি কিন্তু মহামান্য ত্রিভুজের। ১১ বার পঠিত, ১০ জনের ভালো লেগেছে। চীফের সম্মান বলে কথা।
▀
এখানে দেখা যাচ্ছে একজন ব্লগার জিয়া পরিবারের সদস্যদের নিয়ে ছবি ব্লগ দিয়েছেন। দারুন পোস্ট। কিন্তু বেইল পায় নাই। সম্ভবত সবাই যার যার তেল কিনতে বাজারে চলে গেছে। ▀
চটি পড়া দোষের কিছু না।
আমি পড়েছি আমার বাবাও পড়েছে। আবার আমার দাদীও নাকি পায়ে চটি পরতেন। বুঝাই যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ভদ্রলোককে অনেকে চটি আইডল বলে খোঁচা মারেন। উনার আবার মৌসুমী বুদ্ধিজীবি হওয়ার একটা চান্স আছে।
জাতীয়তাবাদী ব্লগের হর্তাকর্তা। মানে উনার ভবিষ্যত কলিকাতা ব্লগের মতোই উজ্জ্বল। তবে পোস্ট পাত্তা পায় নাই। সামু আসলেই একখান জিনিস! ☂
মাই গাড! আপু ইজ ব্যাক। পোস্টের টাইটেল দেখলেই বুঝা যায়।
কোথায় নস্টালজিয়া আর কোথায় শহীদ জিয়া! এমন আকর্ষনী ঢুলুঢুলু টাইটেল সবাই দিতে পারে না। এবার আবার ব্লগে মুক্তিযোদ্ধারা সম্মানের সহিত কুত্তার মতো বেঁচে থাকতে পারবে। সব বন্দোবস্ত আপু করে দিবেন। ☂
এই সেরেছে! এইলোকের এক পা থাকে কানাডায়, আরেক পা থাকে পল্টনে। সরাসরি বিএনপি অফিসের সাথে কানেকটেড।
নাস্তিক ভাদাদের কারো কল্লা উনি রাখপেন না। সব কল্লা উনি স্যূপ বানিয়ে খাবেন। সাথে তন্দুর রুটিও খাবেন। চিন্তা নাই। তবে গমগুলো খালি পাকিস্তানের না হলেই হয়।
রেটিং আর মন্তব্য দেখেই বুঝতে পারছেন, উনি কতো জনপ্রিয় ব্লগার!!! (পোস্ট লেখা শেষে আমি কল্লার বীমা করাতে যাবো। ) ☂
ইউনূস ভাই মানুষ ভালো আছেন। বেশ মানবতাবাদী ব্লগার। উনি আবার নাস্তিক ভাদাদেরকে মানুষ বলে স্বীকৃতি দেন। অতো হার্ডকোর অ্যাটাকার নন।
উনার নেতৃত্বেই বস্তুত বিএনপির সুশীল শ্রেনী গজিয়ে উঠবে। ব্যাকআপে থাকবে দাসত্ব ভাইয়া। কিছু বাদাইম্যা যখন কোপাইয়া কীবোর্ড ভেঙে ফেলতে চাইবে, উনি তখন বারণ করবেন। হালকার উপ্রে ঝাপসা বড় ভাইয়ের রোল প্লে করবেন। ☂
এ পোস্ট নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন।
তবুও দুচারটে কথা না বললেই নয়। বিষয়টা দু'রকম হতে পারে। হয় নির্বাচনে বিজয়ের পর বিএনপিকে কেউ অভিনন্দন জানায়নি দেখে উনি এ পোস্ট লিখেছেন, নতুবা সবাইতো জানিয়েছে, একজন মুদি দোকানদারের ছেলেও জানিয়েছেন!! দু'টাতেই মাহাত্ম্য আছে। পিছলামোরও ভালো সুযোগ আছে। পোস্টের সাথে বরাবরই ভারী ভারী কিছু ডকুমেন্ট আছে।
ভুলে যদি দোকানদারের চালানের কপি চলে আসে, তবে মাফ চাই। ক্যাচাল করবেন না। ☂
আপনি যদি জীবনে কখনো দেশপ্রেমিক না দেখে থাকেন, তবে এ লোকরে দেখতে পারেন। আচ্ছা, শালার বোনতো কেবল বৌ হয় না, শালীওতো হয়! তাই না? সে যাইহোক... উনি আবার অতীত ভুলে সবাই মিলেমিশে দেশ গড়ার থিওরিটা বেশ ভালো বুঝেন। পুরোনো কেবলই কষ্ট দেয়, আমরা নতুন নিয়েই থাকবো।
☂
এ ভদ্রলোক মনে করেন আওয়ামীলীগের সময় ব্লগ কর্তৃপক্ষ সরকারের কথামতো চলেছে, সুতরাং এবার বিএনপির কথামতো চলবে। আপনারা ভুল বুঝবেন না। এটাই আসলে উচিত। ভাগ্য ভালো উনি ৪০ মিনিট!!! সময় দিয়েছেন। নইলে কর্তৃপক্ষের কি যে হতো??!! ☂
নিচের দিক থেকে উঠতে উঠতে একেবারে উপরে উঠলে আপনি ভুদাইয়ের পোস্ট পাবেন।
উনি একটু বেশিই উত্তেজিত। প্রতিদিন ৩ বেলা ভাত খান আর কুড়ি বেলা ভাদাদের গালি দিয়ে দেশ উদ্ধার করেন। একমাত্র উনার গালির কারণেই বিএসএফ এখনো বাংলাদেশ দখল করে ফেলতে পারেনি। নইলে কতো আগে!! তো উনি ভাদাদেরকে খুঁজতেছেন। সম্ভবত মারধর করবেন আরকি।
যাইহোক, উনার কাজ উনাকে করতে দিন। ☂
পোস্টগুলো দেখার সময় নিশ্চয় একপোস্ট থেকে আরেক পোস্ট পাবলিশে সময়ের ব্যবধান দেখেছেন?! না দেখলেও সমস্যা নেই।
এবার দেখুন সাম্প্রতিক মন্তব্যের তালিকার অবস্থা। লম্বা হয়ে যায় দেখে ভাগ ভাগ করে দিয়েছি-
বড় করে দেখুন
মন্তব্যের ঘরে গিয়ে কিন্তু প্রথম পাতার পোস্টগুলো আর খুঁজে পাবেন না। আলোচনা চলতেছে অন্য যায়গায়।
দারুন দারুন সব পোস্টে আলোচনা জমে উঠেছে। আমি অধম খালি আমাকে নিয়ে দেয়া একটি ক্যাচাল পোস্টে ঝগড়া শুরু করে দিয়েছি।
পুরো প্রথম পাতা দেখুন।
বড় করে দেখুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।