আমাদের কথা খুঁজে নিন

   

মজার একটি ধাধা: পারলে করুন দেখি -২

গান গাই, আর মনরে বুঝাই শুভ সকাল। কেমন আছেন সবাই? গতপর্বে যে ধাধাটা দিয়েছিলাম, তার চেয়ে এটা তুলনামূলক সোজা। দেখিতো কে আগে সমাধান করতে পারেন জনৈক মদন সাহেব ছয় ছয়টি সন্তানের জনক- ছানা, পোনা, হেদো, কেদো, আর নন্টে, ফন্টে। একদিন তিনি এই ছয় জনকে নিচের ছবির মত বসিয়ে সবার কাছে ১ টি করে মার্বেল দিলেন। ছানা সবচেয়ে ছোট্ট, তাই তার মার্বলের ওজন ১ গ্রাম।

পোনা একটু বড়, তাই তার মার্বেলের ওজন ২ গ্রাম। এভাবে হেদোর ৩ গ্রাম, কেদোর ৪ গ্রাম, নন্টের ৫ গ্রাম আর ফন্টের সবচেয়ে বড় মার্বেল, ৬ গ্রাম। মার্বেল দিয়ে মদন সাহেব গেলেন একটু বাজারে। ফিরে এসে দেখেন সবাই একই ভাবে বসে আছে কিন্তু কেমন যেন মুচকি মুচকি হাসছে। জিগ্যেস করলেন, -"কি ব্যাপার? দুষ্টু দুষ্টু মনে হচ্ছে।

" তখন একজন বলল, "আমাদের মধ্যে দুইজন মার্বেল অদল-বদল করেছে। " -"কোন দুইজন?" -"সেটা বলবোনা। তবে এতটুকু বলতে পারি যে তারা একে অন্যের বিপরীতে বসে আছে । " -"ও আচ্ছা, এই ব্যাপার। আমিতো দাড়িপাল্লা ব্যবহার করে এক্ষুনি বলে দিতে পারি কোন দুইজন এই কাজ করেছে।

" প্রশ্ন হচ্ছে, ঐ দুজনকে খুঁজে বের করতে মদন সাহেবকে কমপক্ষে কতবার দাড়িপাল্লায় ওজন করতে হবে? এবং কিভাবে ওজন করতে হবে? আবারো বলছি, এই সক্কাল বেলা কারো মাথা গরম হলে আমি কোনো ভাবেই দায়ী না ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। যারা নিজে চেস্টা করতে চান, ১৩ নং কমেন্ট এর পর না দেখলেই হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.