আমাদের কথা খুঁজে নিন

   

চুন্নি সাহা, তোরে লাইত্থায় রানা প্লাজার তলে পাঠানো দরকার !

কত কিছুই তো লিখলাম !! চুন্নির প্রশ্ন শুইনা মনে হয় থাবড়াই। একটু আগে যেই আর্মিরা রেশমিকে উদ্ধার করল, তাদেরকে ঐ মগা বেটি জিগায়, " রেশমির কাছে এত শুকনা খাবার কেমনে আসলো ?'' ঐ বেটি বলদ! রেশমির কাছে শুকনা খাবার কেমনে আসলো সেইটা ঐ অফিসার কইব কোত্থেকে ? মানুষ উদ্ধার কইরা দম ফালানোর টাইম পায়না আর ঐ গাধী একের পর এক আজাইরা প্রশ্ন কইরাই যাইতাছে ! সব শেষে দেখলাম অন্যদের আর প্রশ্ন নাই, কিন্তু গাধীর প্রশ্ন শেষ হয়না !! ওইদিকে অফিসার ঘামাইতে ঘামাইতে ক্লান্ত ! আমি হইলে গালে কইশা একটা রাম চটকানা দিয়া কইতাম, আয়, পাছায় এক লাত্থি দিয়া স্পটে পাঠায় দেই, এরপর নিজে গবেষণা কইরা সব বাইর কর, গবেট কোনখানকার !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।