জানতে চাই, জানাতে চাই জাহাঙ্গীরনগরের প্রথম বর্ষের ছাত্রীরা গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে যে যার বাড়ি চলে যাবে এটাই স্বাভাবিক । ব্যাতিক্রম হল এই যে তারা বাড়ি যাবার সময় এই কিছুদিন যেসব বান্ধবীদের সাথে একত্রে বিশ্ববিদ্যালয়ে থেকেছে, খেয়েছে, পড়েছে, ঘুড়েছে, বেড়িয়েছে, একত্রে রাতে ঘুমিয়েছে তাদেরকে ছেড়ে একা একা বাড়ি যেতে তাদের খুব কষ্ট হচ্ছে ।আর এই কষ্ট বোঝা গেল তাদের কিছু অসাধারন কার্যকলাপের মাধ্যমে তারা যখন সবাই বাড়ি যাবার জন্য রাস্তায় বের হয়েছে তখন তারা একে অপরকে দেখে তাদের আবেগকে নিয়ন্ত্রন করতে না পেরে একে অপরকে জড়িয়ে ধরে কিছু কথা বিনিময় করে তাদের মনের কষ্টকে কমিয়ে নেয়। তারপর তারা যে যার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের এই একে অপরের প্রতি এত ভালবাসা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি । আমার ইচ্ছে হচ্ছিল তাদের এই আবেগ জড়ানো মূহুর্তটা স্মরণীয় করে রাখার জন্য ক্যামেরাবন্দী করে রাখি। কিন্তু আমি তো কোন সাংবাদিক না যে আমি তাদের ছবি তুলে রাখব তবে তা হলে ছবি তুলে রাখতাম। আমি ভাল লেখক ও না তাই আমার দ্বারা যতটুকু ভাল লেখা সম্ভব ততটুকু লিখলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।