আমাদের কথা খুঁজে নিন

   

নেতাসুলভ ভাবনা - ১ (গ্রীষ্মকালীন)

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

নেতাসুলভ ভাবনা - ১ (গ্রীষ্মকালীন) এক গ্রীষ্মের দুপুরে তুমি দর দর করে ঘামছিলে, আমি যাচ্ছিলাম তোমাকে পাশ কাটিয়ে। রাজপথে তোমাকে ছায়া দেবার মতো কোন বৃক্ষ ছিল না। আইল্যান্ডের গাছগুলো এখনো ভীষণ ছোট, ছায়া দেবার কোন ক্ষমতা তাদের নেই। তোমার হাতে কোন পাখা ছিলনা যা দিয়ে নিজের গায়ে বাতাস করবে। একটা সামান্য তালের পাখা কেনার মত টাকাও তোমার কাছে নেই।

তুমি কোথাও একটু ছায়া খুঁজে না পেয়ে প্রচন্ড গরমে ধুঁকতে ধুঁকতে বেহুস হয়ে রাস্তায় পড়ে গেলে। আমি তখন দামী এয়ারকন্ডিশনড্ গাড়ীর স্বচ্ছ কাঁচের জানালা দিয়ে তোমাকে দেখে মন্তব্য করেছিলাম, ‌ঢাকা শহরটা অচিরেই ভাসমান মানুষে ভরে যাবে। বন্যা, খরা আর দারিদ্র এই তিলোত্তমা মহানগরীকে ভিক্ষুকের নগরী বানিয়ে ছাড়বে। তোমাদের নিত্যদিনের এই কষ্ট আমার আর দেখতে ইচ্ছে করে না। গরমের কষ্ট, অভাবের কষ্ট, অনাহারের কষ্ট- কোন কষ্টই আমার সহ্য হয় না।

এসি গাড়ীতে বসেও আমি ঘামছিলাম তোমাদের কষ্টের কথা ভেবে। আমি নেতা, আমাকে সবার কথাই ভাবতে হয়। তোমরা ভোট না দিলে আমার আর জোটের অস্তিত্ব কোথায় বলতে পারো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।