আমাদের কথা খুঁজে নিন

   

Nokia E63 মডেলের ফ্রি Full screen caller সফটওয়্যার টা খুজছি।

যতোই জেনেছি ততোই বুঝেছি জানবার আছে বাকি। যতোই বুঝাতে চেয়েছি, অবুঝ তুমি, বুঝিনি ব্যাপারটা কি !! আমি আজ দু'দিন যাবৎ Nokia E63 মডেলের ফ্রি Full screen caller সফটওয়্যার টা খুজছি,(ফোন করলে বা আসলে কলারের ছবি দেখা যায়) কিন্তু কোনটাই ফ্রি পেলাম না। আর যা'ও একটা দুইটা পেয়েছি তা কাজ করছে না প্লিজ ব্লগার ভাইরা দেখেন আমাকে কোন হেল্প করতে পারেন কিনা ! আমাকে জাষ্ট কয়েকটা ফ্রি ডাইরেক্ট ডাউনলোড লিংক দিবেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।