আমাদের কথা খুঁজে নিন

   

আসুন jQuery শিখি

jQuery কি ? jQuery হচ্ছে, javaScript er একটা Library. jQuery এর slogan হচ্ছে, “ write less, do more”. আজকাল ওয়েবসাইট গুলা দেখতে অনেক সুন্দর এবং ব্যাবহারও বন্ধুসুলভ এবং এইসব সাইট এর ৯০% ই jQuery এর অবদান। আগে যে কাজটা করতে ডেভলপার দের হাজার লাইন কোড লিখতে হতো এখন jQuery এক লাইন কোড ই যথেষ্ট। আগে থেকে যা জানতে হবেঃ ১। HTML http://www.w3schools.com/html/default.asp ২। css http://www.w3schools.com/css/default.asp ৩।

javaScript http://www.w3schools.com/js/default.asp HTML, javaScript এবং css খুব ই সহজ জিনিস। উপরের লিংক গুলা মন দিয়ে পড়লে, একদিনেই শেষ করা সম্ভব। তার পড়েও যাদের on the fly শেখার অভ্যাস, তারা ইতস্তত না করে comment এ জিজ্ঞাসা করতে পারেন। পর্ব-১ - শুরু থেকে শুরু Download jQuery library: http://code.jquery.com/jquery-1.6.1.min.js একটা folder খুলেন, নাম দেন ndh-tutorial-part-1 ndh-tutorial-part-1 Folder এর ভিতর jquery-1.6.1.min.js ফাইলটা কপি করেন। ndh-tutorial-part-1 Folder এর ভিতর নতুন একটা html file খুলেন, নাম দেন part-1.html নিচের code copy করে part-1.html file এ paste করেন।

এবং ফাইল সেভ করেন। <html> <head> </script> $(document).ready(function(){ $("p").click(function(){ $(this).hide(); }); }); </script> </head> <body> If you click on me, I will disappear. </body> </html> এখন part-1.html ফাইলটা কোন একটা ব্রাউজার দিয়া ওপেন করেন। একটা লেখা পাবেন “If you click on me, I will disappear.” এটার উপর ক্লিক করেন আর মজা দেখেন। লেখাটা গায়েব হয়ে যাবে। পুরা জিনিসটা এক সাথে ডাউনলোড করতে পারেন এইখান থেকে : http://noscart.com/ndh-tutorial-part-1.zip কোড এর ব্যাখ্যাঃ ব্যাখ্যাগুলা একটু বরিং মনে হলেও ধৈর্য ধরে পড়েন please. $(document).ready()- এই কথার মানে হচ্ছে, ব্রাউজার এ আপনার পেজ লোড পুরা complete হইলেই এর ভিতরের জিনিস গুলা execute হইব।

$("p").click(function(){ $(this).hide(); }); – এইখানে, $(p) দিয়া If you click on me, I will disappear. element টা select করছি। $("p").click(function(){ - এইখানে বলছি, , element এর উপর ক্লিক হইলে function() call হইব। Function(){ - এর মাঝে বলা হইছে, $(this).hide(); - এর মানে হচ্ছে, এই জিনিসটা( মানে element) hide/ লুকায়া ফালাও। এই $(this) নিয়া বিশাল গল্প আছে, কারো যদি interest থাকে, তাইলে ব্যাখ্যা করুম। আরো কিছু উদাহরণঃ $(this).hide() নগদ HTML element কে গায়েব করা. $("#test").hide() এইচটিএমএল পেজে যতগুলো id="test" ওয়ালা জিনিস আছে সব গুলা গায়েব করা।

$(".test").hide() এইচটিএমএল পেজে যতগুলো class="test" ওয়ালা জিনিস আছে সব গুলা গায়েব করা। jQuery syntax: $(".test"), $("#test") এইগুলো হচ্ছে, jQuery selector, এই বেপারে পরে বয়ান দিমু। .hide(), হচ্ছে jQuery action jQuery আসলে, এই selector আর action এরই খেলা। theory দিয়া আর আপনাদের মুল্যবান সময় নষ্ট করবো না। প্রতি পর্বে সহজ একটা উদাহরণ দিবো sample কোড সহ।

তারপর কোড এর ব্যাখ্যা দিবো। আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দিবো। অবান্তর এবং যুগান্তর প্রশ্নের অপেক্ষাতে থাকলাম। সাড়া পেলে ২য় পর্ব এবং advance পর্ব লিখব। সবশেষে jQuery প্লাগইন ডেভেলপমেন্ট নিয়া লিখব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।